বান্দরবানে পৌরসভার উদ্যোগে ফুটপাথে পার্কিং টাইলস

Bandarban meor pic-10.6.2014

নিজস্ব প্রতিবেদক
বান্দরবানে পৌরসভার উদ্যোগে ইউপিজিআইআই-২ এর আওতায় জনসাধারণকে ফুটপাথ ব্যবহারে আকৃষ্ট ও পৌর এলাকার সৌন্দর্য্য বৃদ্ধির লক্ষে পাকিং টাইলস এর কাজ শরু করা হয়েছে। ৫৮ লাখ টাকা ব্যয়ে হিলবার্ড এলাকা থেকে রাস্তার দুপাশে ধরে জেলা প্রশাসক কার্যালয় পর্যন্ত পাকিং টাইলস নির্মাণ করা হবে জানিয়েছেন পৌর কর্তৃপক্ষ।

সরজমিনে দেখা যায়, কয়েকদিন থেকে হিলবার্ড এলাকায় রাস্তার দুপাশে ফুটপাথে মেরামতের পাশাপশি পার্কিং টাইলস এর কাজ চলছে। ফুটপাথের একপাশে গাঢ় লাল রঙের সিরামিক ইট আর জনসাধারনের চলচলের সুবিধার্থে বিছানো হয়েছে সাদা কালো ডোরাকাটা খসখসে পাকিং টাইলস।

মঙ্গলবার হিলবার্ড এলাকায় পুথপাতের পার্কিং টাইলস পরিদর্শনে যান পৌর মেয়র জাবেদ রেজা। ভাঙাচোরা ফুটপাথ মেরামতের পাশাপশি পার্কিং টাইলস স্থাপনের কাজের মান যাচাই করে সন্তোষ প্রকাশ করেন।
এসময় বাস ষ্টেশনের বাসিন্দা কামাল উদ্দিন জানান, ভাঙাচোরা ফুটপাথে চলাচল ভুলে গিয়েছিলাম। এখন ফুটপাথ মেরামত করে টাইলস ব্যাবহারের মধ্যদিয়ে সৌন্দর্য্য বৃদ্ধি করা হয়েছে। জনসাধারন এখন চলাচলে সড়ক ব্যবহার ছেড়ে ফুটপাথ ব্যবহারে অভ্যস্ত হয়ে পড়বে। এর ফলে সড়ক দূর্ঘটনাও কমে যাবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন