বান্দরবান সেনাজোনের উদ্যোগে ত্রিপুরা ছাত্রাবাস লাইব্রেরির উদ্বোধন

fec-image

বান্দরবানে ভাষার মাসে ত্রিপুরা ছাত্রাবাসের পাঠাগারের প্রয়োজনীয় সরঞ্জামাদি ও বই বিতরণসহ পাঠাগারটি উদ্বোধন করা হয়েছে।

বুধবার ( ২১ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলায় লেমুঝিড়ি এলাকায় ত্রিপুরা ছাত্রাবাস লাইব্রেরিতে প্রয়োজনীয় সরঞ্জামাদি ও বই বিতরণ করেন সেনা জোনের জোন কমান্ডার লে. কর্নেল এ এস এম মাহমুদুল হাসান পিএসসি।

এসময় সেনা রিজিয়নের উদ্যোগে পাঠাগারের একটি বুকশেলফ, ৩০টি চেয়ার, দুইটি টেবিল এবং একশত বিভিন্ন প্রসিদ্ধ লেখকদের বই বিতরণ করা হয়।

প্রধান অতিথি লে. কর্নেল এ এস এম মাহমুদুল হাসান বলেন, পাঠ্যপুস্তক হতে জ্ঞান আহরণের পাশাপাশি লাইব্রেরি মানুষের বাহ্যিক জ্ঞানকে আরো বেশি প্রসারিত করে। বই পড়া মানুষকে যেমন আনন্দ দেয় তেমনি জ্ঞানী করে তোলে। সুতরাং সবকলের প্রতি এই আহ্বান থাকবে যে, এই পাঠাগারটিকে সদ্য ব্যবহার করে অর্জিত জ্ঞানকে নিজের দেশের জন্য বিলিয়ে দেবে বলে আমি বিশ্বাস করি । সেনা রিজিয়নের এই মহতী কর্মকাণ্ডগুলো বর্তমানে ন্যায় ভবিষ্যতেও চলমান থাকবে।

অনুষ্ঠানে ইউএনডিপি চেয়ারম্যান জনাব খুশী রয় ত্রিপুরা, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব অংসাহ্লা মারমা, স্থানীয় জনপ্রতিনিধি কারবারিসহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: সেনাজোন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন