মহালছড়িতে বৌদ্ধদের যথাযোগ্য মর্যাদায় বৈশাখী পূর্ণিমা পালিত

 Buddho purnima news pic

মহালছড়ি সংবাদদাতা:

খাগড়াছড়ি’র মহালছড়িতে বৌদ্ধদের যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ত্রি-স্মৃতি বিজরিত মহান শুভ বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা । বৈশাখী পুর্ণিমার আজ এই তিথিতে ত্রি-লোকে পূজারিত ভগবান গৌতম বুদ্ধ জগতে সকল প্রাণী তথা সত্ত্বাগনের দুঃখমুক্তির ও নির্বাণ লাভের সন্ধান দিতে এই বসুন্ধুরা ভগবান বুদ্ধের জন্ম, বোধিলাভ ও মহা-পরিনির্বান লাভ করেন । তাই এই দিনটি বৌদ্ধজাতি তথা সমগ্র সত্ত্বাগণের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ।

১৩ মে মঙ্গলবার সকাল ৯টায় উত্তরাঞ্চল পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ ও লেমুছড়ি ত্রিরত্ন বৌদ্ধ বিহার এর আয়োজনে মহালছড়ি সদরে পৃথক পৃথকভাবে বিশাল শোভাযাত্রা বের হয় । এতে উত্তরাঞ্চল পার্বত্য ভিক্ষুসংঘের শত শত ভিক্ষু ও শত শত ধর্মপ্রাণ নর-নারী ধর্মীয় এই শোভা যাত্রায় অংশ গ্রহন করেন।

শোভা যাত্রা শেষে ধর্মপ্রাণ নর-নারীগণ যার যার বিহারে গিয়ে পঞ্চশীল গ্রহন, পিন্ডদান, বুদ্ধমুর্তি দান, সংঘদান ও ধর্মীয় দেশনা শ্রবণসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেন এবং সন্ধ্যায় প্রদীপ পূজা, ফানুস উত্তোলন ও সকল জীবের হিতার্থে বুদ্ধের নিকট প্রার্থনা করবেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন