মহালছড়ি কাঠ ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন

 

নিজস্ব প্রতিনিধি, মহালছড়িঃ 

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার কাঠ ব্যবসায়ী বহুমূখী সমিতি লিমিটেড’র ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার মহালছড়ি কাঠ ব্যবসায়ী সমিতির কার্যালয়ে সকাল ৯ টা হতে শুরু হয়ে বিকাল ২ টায় ভোট গ্রহণ শেষ হয়।

অনুষ্ঠিত নির্বাচনে মো: ওসমান গণি চাকা প্রতীক ও মো: জামাল উদ্দিন বট গাছ প্রতীক নিয়ে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। সর্বমোট ৫৬ জন ভোটারের মধ্যে ৫৩ জন ভোট প্রদান করা হয়। অপর ৩ জন ভোটারের মধ্যে ১ জন এলাকায় ছিলোনা এবং ২ জন অপ্রাপ্ত বয়স্ক ছিলেন। এর মধ্যে মো: ওসমান গণি (চাকা) ৩৩ ভোট পেয়ে আগামী ৩ বছরের জন্য সভাপতি পদে নির্বাচিত হন।

মহালছড়ি উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: দিদার ভোট গ্রহণ কর্মকতার দায়িত্ব পালন করেন। ভোট গণনার সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন কুমার শীল, উপজেলা বিএনপি’র সভাপতি মোহাম্মদ হোসেন বাবু, মহালছড়ি থানার এস আই মো: মেরাজ, এস আই মো: অহিদ ও মহালছড়ি জোন প্রতিনিধি। কমিটির অন্যান্য পদের প্রতিদ্বন্দ্বি না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন