মহেশখালীর করাতকলে ভ্রাম্যমান আদালতের অভিযান

14906871_1215496908507408_7934818205500541389_n-copy

মহেশখালী প্রতিনিধি:

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালামারছড়া ইউনয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ভাবে স্থাপিত করাতকলে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়েছে। শুক্রবার সকাল ১১টার সময় এ অভিযান পরিচালনা করা হয়।

সকালের এ অভিযান পরিচালানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভিষন কান্তি দাশ। এ সময় মহেশখালী থানার (কালামারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ) এসআই বোরহান উদ্দীনসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। করাতকল (লাইসেন্স) বিধিমালা,২০১২ এর আওতায় অবৈধ ২ করাত কলের মালিকের বিরোদ্ধে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এরা হলেন কালামারছড়া বাজার এলাকার জালাল ও ঝাপুয়া এলাকার লিয়াকত আলী।

ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভীষন কান্তি দাশ স্থানীয়দের উদ্দেশ্যে বলেন, করাত কলের বিধিমালা মেনে করাতকল পরিচালনা করতে বলেন। অবৈধ যে সমস্ত করাতকল আছে, তা বন্ধ করে  দেওয়া হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন