ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

মাঠে নামাজ আদায় করায় রিজওয়ানের বিরুদ্ধে আইসিসির কাছে শাস্তি দাবি

fec-image

চলমান ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরে পাকিস্তান ও নেদারল্যান্ডসের ম্যাচে মাঠেই নামাজ আদায় ও সিজদাহ করার অভিযোগে পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের বিরুদ্ধে আইসিসির কাছে শাস্তি দাবি করেছেন ভারতীয় আলোচিত আইনজীবী বিনীত জিন্দাল।

আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলেকে পাঠানো অভিযোগপত্রে জিন্দাল লিখেছেন, ‘এই অভিযোগ পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ানের বিরুদ্ধে, যিনি চলতি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে তার দলের প্রথম ম্যাচে মাঠেই নামাজ পড়েছেন। মাঠে রিজওয়ানের নামাজ পড়াকে অনেক ভারতীয় নাগরিকের কাছে নিজের ধর্মকে ইচ্ছাকৃতভাবে তুলে ধরার প্রতীকী চিত্র বলেই মনে হয়েছে, যা খেলাধুলার চেতনাবিরোধী।’

যদিও বিষয়টি নিয়ে রিজওয়ান বা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) তরফে কোনো মন্তব্য করা হয়নি। অফিসিয়ালি কোনো মন্তব্য করেনি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা-আইসিসিও।

গত ৬ অক্টোবর পাকিস্তান ও নেদারল্যান্ডসের ম্যাচে রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে সেদিন ম্যাচের মধ্যবিরতিতে মাঠেই নামাজ আদায় করেন রিজওয়ান। এই ঘটনা নিয়ে এক ভারতীয় সমর্থক পাক ব্যাটারকে ক্রিকেট এবং ধর্মের মিশ্রণের জন্য অভিযুক্ত করে লিখেছেন, ‘মোহাম্মদ রিজওয়ান কখনই ক্রিকেট এবং ধর্মকে মেশাতে ব্যর্থ হন না। তিনি ইচ্ছাকৃতভাবে এটি করেন যখন সেখানে ভারতীয়রা তাকে দেখছে। তিনি এখানে ক্রিকেট খেলতে এসেছেন, নাকি ধর্ম প্রচার করতে এসেছেন?’

ডাচদের পর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচজয়ী সেঞ্চুরির পর রিজওয়ান তার সেঞ্চুরিটি ফিলিস্তিনের গাজার জনগণকে উৎসর্গ করেছিলেন। টুইটারে রিজওয়ান লিখেছেন, ‘গাজায় নিহত আমাদের ভাই-বোনদের জন্য ঐ জয়টা উৎস্বর্গ করলাম। তাদেরকে কিছু দিতে পেরে আমরা খুশী। এই জয়ের কৃতিত্ব পুরো দলের, বিশেষ করে আব্দুল্লাহ শফিক ও হাসান আলির কথা আলাদা করে বলতেই হয়। তাদের কারণেই জয়টা সহজ হয়েছে।’

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আইসিসি, নামাজ, রিজওয়ান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন