মানিকছড়িতে ১৪৪ ধারা জারী: হরতাল চলাকালে মোটর সাইকেলে অগ্নিসংযোগ ও ভাংচুর

images

আবুল কাশেম, আলমগীর হোসেন:
খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় রবিবার হরতাল চলাকালে  বিএনপি ও আ’লীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ৫টি মোটর সাইকেল ভাংচুর ঘটনা ও দোকানপাট ভাংচুর ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়লে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মানিকছড়ি উপজেলা প্রশাসন পুরো উপজেলায় আজ (রবিবার) সন্ধ্যা ৭টায় ১৪৪ ধারা জারি করেছে। এলাকায় উত্তেজনা থমথমে অবস্থা বিরাজ করছে।

মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীদা শরমিন ১৪৪ ধারা জারি করেন। ১৪৪ ধারা আজ সন্ধ্যা ৭টা হতে ২৯ অক্টোবর সন্ধ্যা-৭টা পর্যন্ত বলবৎ প্রশাসন জানান।

জানা যায়, হরতাল চলাকালীন সময়ে পিকেটাররা হামলা চালিয়ে মানিকছড়ি উপজেলার আমতলীতে ৪টি মোটর সাইকেল ভাংচুর ও ১টি মোটর সাইকেলে অগ্নি সংযোগ করে। এ খবর এলাকায় ছড়িয়ে বিএন’পি ও আ’লীগের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। মোটর সাইকেল ও দোকানপাট ভাংচুরের ঘটনায় মানিকছড়ি থানা পুলিশ বিএনপি’র ৫ নেতাকর্মীকে বিভিন্ন স্থান হতে আটক করেছে বলে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেশব চক্রবর্তী জানান।

মানিকছড়ি উপজেলা বিএনপি সভাপতি এম. এম করিম জানান, বিএনপি কর্মী দ্বারা ৫টি মোটর সাইকেল ভাংচুরের বিষয় সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। উপজেলা আওয়ামীলীগ হরতাল চলাকালীন সময়ে জনগণের স্বত:স্ফূর্ততা দেখে নাটক সাজিয়ে হরতালের সময় আন্দোলন বন্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের নাটক  সাজিয়ে এলাকার উত্তেজনা ছড়িয়েছে এবং প্রশাসনকে দিয়ে ৫ বিএনপি নেতাকে আটক করিয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন