রাঙামাটিতে পাহাড় ধসে প্রাণহানী এড়াতে প্রশাসনের জোর তৎপরতা

fec-image

রাঙামাটিতে গত চারদিন ধরে বৃষ্টিপাত হওয়ায় পাহাড় ধসের শঙ্কা তৈরি হয়েছে। পাহাড়ের ঝুঁকিপূর্ণ পাদদেশে বসবাসরতদের সরিয়ে নিতে প্রশাসন জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে।

রোববার (৬ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক মোশারফ হোসেন খান এবং পুলিশ সুপার মীর আবু তৌহিদের নেতৃত্বে একটি দল জেলা শহরের রূপনগর এলাকার বিএম ইন্সটিটিউট আশ্রয়কেন্দ্র, রাঙামাটি বেতার আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন এবং আশ্রিত জনগণের খোঁজখবর নেন। তারা যাতে খাদ্য সমস্যায় না পড়ে সে ব্যাপারে স্বেচ্ছাসেবকদের আন্তরিকতার সাথে কাজ করার অনুরোধ জানান।

এদিকে দলটি জানমালের নিরাপত্তা রক্ষায় ঝুঁকিপূর্ণ এলাকা রূপনগর এবং শিমুলতলী এলাকা পরিদর্শন করেন এবং সেখানকার বসবাসরতদের দ্রুত সময়ের মধ্যে আশ্রয় কেন্দ্রে চলে আসার অনুরোধ জানান।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহম্মেদ, শাহনেওয়াজ রাজু এবং রাঙামাটি সদা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলামসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে প্রবল বৃষ্টিতে রাঙামাটিতে পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদে ৫ আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিন্ধান্ত বলবৎ থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

নিউজটি ভিডিওতে দেখুন:

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পাহাড় ধস, প্রশাসনের জোর তৎপরতা, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন