রাঙামাটি জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি জসিম উদ্দীন কবির আর নেই

জসিম

স্টাফ রিপোর্টার:

রাঙামাটি জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি, জেলা কাঠ ব্যবসায়ী সমিতি সাবেক সভাপতি, পার্বত্য বাঙালী আন্দোলনের অন্যতম পৃষ্ঠপোষক ও বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দীন কবির হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল বারডেমে মৃত্যুবরণ করেছেন।

জসিম উদ্দীন কবির ঘনিষ্ঠজনেররা জানান, তিনি দীর্ঘদিন যাবত হৃদরোগ, কিডনি ও ডায়াবেটিস রোগে ভূগছিলেন। কিছুদিন আগে বুকে ব্যথা অনুভব করলে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। এরপর পরিস্থিতির আরো অবনতি হলে তাকে বারডেম হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তাকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছিল। গতরাত ১২টার দিকে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে জসিম উদ্দীন কবিরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে তার স্বজন ও শুভানুধ্যায়ীদের মধ্যে শোকের আবহ ছড়িয়ে পড়ে। সমঅধিকার আন্দোলনের কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর কামাল ও মনিরুজ্জামান মনির এক শোকবার্তায় বলেন, জসিমউদ্দীন কবিরের মৃত্যুতে পার্বত্য বাঙালী সমাজ রাঙামাটিতে একজন অভিভাবককে হারালো। তার অভাব পুরণ হবার নয়।

মৃত্যুকালে তারে বয়স হয়েছিল ৬০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, দুই কন্যা রেখে গেছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন