রাজস্থলীতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

fec-image

রাঙামাটির রাজস্থলী উপজেলায় ৪০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আমন প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুন) সকালে উপজেলা পরিষদের মাঠে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে উচ্চ ফলনশীল জাতের এসব বীজ ও সার কৃষকের হাতে তুলে দেন জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা।

এসময় প্রত্যেক কৃষককে ৫ কেজি আমন ধান বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশের সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা আবুল খায়েরের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, রাজস্থলী প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খান, সাধারণ সম্পাদক হারাধন কর্মকার।

বিতরণকালে কৃষি বিভাগের মাঠ পর্যায়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কৃষক, বীজ, রাজস্থলী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন