রামু সেনানিবাসে পতাকা উত্তোলন

কক্সবাজার প্রতিনিধি:

রামু সেনানিবাসের আরও ৪টি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে রামু ৪টি ডিভিশনের পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর চীফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লে. জেনারেল মো. নাজিম উদ্দীন।

এসময় তিনি অভ্যন্তরীণ এবং বাহ্যিক যে কোন হুমকি মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানান। পতাকা উত্তোলন অনুষ্ঠানে ১০ পদাতিক ডিভিশনের ডিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাকসুদুর রহমানসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সেনাবাহিনীর একটি চৌকস দশ কুচকাওয়াজ প্রদর্শন করে এবং সিজিএসকে সালাম প্রদান করেন।

জানা গেছে, ৪ ইউনিট হল, ৬৩ ইস্ট বেংগল, ৩৯ এসটি ব্যাটালিয়ন, ৫৫ ফিল্ড এ্যাম্বুলেন্স এবং ১৫৩ ফিল্ড ওয়ার্কশপ কোম্পানি। ২০১৪ সালে ৬টি ডিভিশনের মধ্য দিয়ে দশ পদাতিক ডিভিশন প্রতিষ্ঠা হয়। নতুন চারটি ডিভিশন সহ মোট ২৪টি ইউনিটে এখন রামু সেনানিবাস।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন