লংগদুর রাবেতা মডেল রেজি. প্রা. বিদ্যালয়ে পুরস্কার বিতরণী সম্পন্ন

DSC0533

লংগদু প্রতিনিধি :

রাঙ্গামাটির লংগদু উপজেলার রাবেতা মডেল বেসরকারী রেজিঃ প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ী এবং কৃতি ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার সকাল দশটায় বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ সাইফুল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল আজাহার উদ্দিন আহম্মেদ পিএসসি।

ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে লেঃ কর্ণেল আজাহার উদ্দিন আহম্মেদ বলেন, এখন তোমরা শিশু, ভবিষ্যতে তোমরাই দেশের হাল ধরবে। তাই, তোমরা ভালভাবে লেখা পড়া করবে। লেখা পড়ার কোন বিকল্প নেই। উচ্চ লক্ষে পৌঁছার জন্য তোমাদের স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন বাস্তবায়নের জন্য পরিশ্রম কর, অবশ্যই তোমরা লক্ষে পৌঁছে যাবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লংগদু সদর বাইট্টপাড়া ৮আনসার ব্যাটালিয়নের অধিনায়ক মোঃ কামাল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মঞ্জুরুল হক চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খন্দকার মতিউর রহমান, মাওঃ এএলএম সিরাজুল ইসলাম, মোঃ আলী মেম্বার। এছাড়া লংগদু সেনা জোনের সেনা কর্মকর্তা মেজর হোসাইন মল্লিক, লংগদু প্রেস ক্লাবের সভাপতি মোঃ এখলাস মিঞা খান এসময় উপস্থিত ছিলেন।

শেষে বিদ্যালয় ও জোন কমান্ডারের পক্ষ থেকে ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ী ও কৃতি ছাত্র ছাত্রীদেরকে পুরস্কার প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন