শিলখালীতে শিশু গুলিবিদ্ধের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা

পেকুয়া প্রতিনিধি :
পেকুয়া মিচ ফায়ারের গুলিবিদ্ধে শিশু আহতের চাঞ্চল্যকর ঘটনা ধামাচাপা দেওয়ার পাঁয়তারা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার শিলখালী ইউনিয়নের জারুলবনিয়া ৫নং ওয়ার্ডের সাপেরগাঁড়ার রাজার খোলা নামক এলাকায়।

স্থানীয় লোকজন জানিয়েছেন, ওই এলাকার মো. শাহ আলমের পুত্র মো. মনুর আলম নামের এক ব্যক্তি গত ২৮মে শনিবার সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে তার কাছে রক্ষিত ত্রি কোয়ার্টার স্টাইলের দেশিয় তৈরী অবৈধ আগ্নেয়াস্ত্রে গুলি ভর্তি করে ট্রিগারে চাপ দেয়। এতে বন্দুকে রক্ষিত গুলি অসতর্কতা বশতঃ বিস্ফোরিত হয়ে প্রতিবেশি মো. নুরুল আমিনের ছেলের পেটে গিয়ে বিদ্ধ হয়। গুলিবিদ্ধ শিশুর নাম মো. শাকিব (১০)।

বর্তমানে গুলিবিদ্ধ শিশুটিকে ঘটনায় জড়িত মনুর আলম নিজের জিম্মায় রেখে চিকিৎসা করাচ্ছেন। এদিকে, ঘটনাটি ধামাচাঁপায় সংশ্লিষ্টরা স্থানীয় জনপ্রতিনিধি ও প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় নানা পাঁয়তারা লুকোচুরিতে মেতেছেন বলে জনশ্রুতি উঠেছে।

এবিষয়ে জানতে স্থানীয় শিলখালী ইউপি চেয়ারম্যান মো. নুরুল হোছাইনের সাথে যোগাযোগ করলে তিনি কোন ধরনের মন্তব্য করতে রাজী হননি। পেকুয়া থানার ওসি জিয়া মো. মোস্তাফিজ ভুঁইয়া এখনো পর্যন্ত বিষয়টি পুলিশকে অবহিত করা হয়নি জানিয়ে বলেন, বিষয়টির খোঁজ খবর নিয়ে আইনি ব্যবস্থা নেবে পুলিশ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন