সন্তু লারমার সফরকে ঘিরে বান্দরবানে টানটান উত্তেজনা

সন্তু লারমা
স্টাফ রিপোর্টার:
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি সন্তু লারমার (জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা) আগমনকে ঘিরে বান্দরবানে টানটান উত্তেজনা দেখা দিয়েছে।

‘জাগো পার্বত্যবাসী’ নামে একটি সংগঠন তার আগমনকে ঠৈকাতে নানা কর্মসূচি ঘোষণা করেছে। অপ্রিতিকর ঘটনা এড়াতে জেলা প্রশাসন, নিরপত্তা বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠক করা হয়েছে।

‘জাগো পার্বত্যবাসী’ সংগঠনটি রবিবার প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে সন্তু লারমার আগমন ঠেকাতে নানা কর্মসূচি ঘোষণা করেছে। বুধবার সন্তু লারমা বান্দরবানে প্রবেশকালে কালো পতাকা প্রদর্শনসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি।

এদিকে, রাতে ‘জাগো পার্বত্যবাসী’র নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে।

অন্যদিকে পাহাড়ি ছাত্র পরিষদ বিকালে আনন্দ মিছিল করে।

পার্বত্যবাসী নেতারা জানিয়েছেন তাদের কর্মসূচিতে যদি প্রশাসন বাধা দেয় তারা কঠোর কর্মসূচি ঘোষণা করবে।

উল্লেখ্য, ২০ মে স্থানীয় রাজারমাঠে পাহাড়ী ছাত্র পরিষদের ২০তম কেন্দ্রীয় কাউন্সিল ও ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ২১ মে ফারুখ পাড়ায় প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিলে সন্তু লারমার প্রধান অতিথি হিসেবে যোগদান করার কথা রয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন