২৪ এপ্রিল বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সম্মেলন ২০১৫

পিবিসিপি

প্রেস বিজ্ঞপ্তি:

মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় ঢাকা রামপুরায় পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের অস্থায়ী কার্যালয়ে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও উপদেষ্টা পরিষদের সমন্বয়ে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা,কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সভাপতি ও পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভূঁইয়ার সভাপতিত্বে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন- পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক শেখ আহম্মেদ রাজু, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের উপদেষ্টা অধ্যাপক ফজলুল হক, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের খাগড়াছড়ির জেলা সভাপতি মো: সাহাজল ইসলাম (সজল), পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের বান্দরবান জেলা সভাপতি মো: আবদুল কাইয়ুম, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কুমিল্লা পলিটেকনিকেল শাখার সাবেক সভাপতি মো: জাহাঙ্গীর আলম, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের ঢাকা মহানগরের পক্ষে মো: শাহআলম, পার্বত্য নাগরিক পরিষদের অফিস সম্পাদক মো: খলিলুর রহমান প্রমুখ।

উক্ত সভার মূল আলোচ্য বিষয় ছিল পার্বত্য বাঙ্গালী ছাত্রপরিষদের কেন্দ্রীয় কমিটির সম্মেলন। এতে সকলের পরামর্শ অনুযায়ী কেন্দ্রীয় সম্মেলনের চুরান্ত তারিখ আগামী ২৪ এপ্রিল রোজ শুক্রবার সকাল ১০ টায় ঢাকার জাতীয় প্রেসক্লাবের হল রুমে নির্ধারিত হয়।

সভাপতির বক্তব্যে পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান-ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভূঁইয়া-সম্প্রতি পার্বত্য চট্টগ্রামের বিষয়ে সরকারের গৃহীত সিদ্ধান্ত সমূহের জন্য সরকারকে ধন্যবাদ জানিয়ে,পার্বত্যাঞ্চলে যৌথ অভিযান চালিয়ে উপজাতীয় সন্ত্রাসীদের অস্ত্র উদ্ধার করা, পার্বত্য বাসীর প্রাণের দাবী-শীঘ্রই রাঙ্গামাটি মেডিকেল কলেজের ক্লাস চালু করা এবং; সন্তু লারমার চাপে বা হুমকিতে নতি স্বীকার করে ভয় পেয়ে বিতর্কিত ভূমি কমিশন আইন সংস্কার ও বাস্তবায়নের উদ্যোগ না নেয়াসহ ছাত্র পারষদের ৮ দফা দাবী মেনে নেয়ার আহ্বান জানার।

তিনি আগামীতেও পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও দেশের অখণ্ডতার স্বার্থে সরকারের গৃহীত যেকোনো উদ্যোগকে বাঙালি সম্প্রদায় সহযোগিতা করবে বলে আশ্বাস দেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন