বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করলেই পাহাড়ের কৃষকের ভাগ্যের উন্নয়ন হবে- বীর বাহাদুর
নিজস্ব প্রতিবেদক:
বান্দরবানে বেসরকারী উন্নয়ন সংস্থা ইকো ডেভেলপমেন্টের উপকারভোগী কৃষকদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। শুক্রবার জেলা প্রশাসনের কার্যালয়ে তামাক চাষকে নিরুৎসাহিত করতে এবং পাহাড়ে সমন্বিত কৃষি ও আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে চলমান এসআইডিআর প্রকল্পের অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উপকারভোগীদের মাঝে চেক বিতরণ করেন। এ সময় জেলা প্রশাসক কেএম তারিকুল ইসলাম, পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য্য ও ইকো ডেভেলপমেন্টর নির্বাহী পরিচালক অং সা থুই মার্মা প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বীর বাহাদুর এমপি বলেন, সনাতন পদ্ধতি বাদ দিয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করলেই পাহাড়ের কৃষকের ভাগ্যের উন্নয়ন হবে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রাকৃতিক সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। ইকো ডেভেলপমেন্টর নির্বাহী পরিচালক অং সা থুই মার্মা জানান, অনুষ্ঠানে ২৫টি কৃষক সমিতিকে ৩৩ লাখ ৪৮ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।
আরও খবর
কক্সবাজারে গণডাকাতি : অর্ধ কোটি টাকার মালামাল লুট
লক্ষীছড়িতে ১৫ মে থেকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু
রাঙ্গামাটি মেডিকেল কলেজে ২০১৪-১৫ শিক্ষা বর্ষ থেকে ছাত্রছাত্রী ভর্তি
One Reply to “বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করলেই পাহাড়ের কৃষকের ভাগ্যের উন্নয়ন হবে- বীর বাহাদুর”