লামায় ইয়াবা ও চোলাই মদ সহ নারী আটক
নিজস্ব প্রতিনিধি, বান্দরবান:
বান্দরবানের লামা উপজেলায় ইয়াবা ও চোলাই মদসহ এক নারীকে আটক করেছে পুলিশ।
শনিবার বিকাল পাচঁটায় লামা মাছ বাজার মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকৃত ওই নারীর নাম শ্রীমতি রাধা রাণী (৪৫)। তিনি পৌরসভার মধুরঝিরি এলাকার মৃত অনীল চন্দ্র দে’র স্ত্রী।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে- পান সুপারী ব্যবসার আড়ালে ইয়াবা ও মাদক বিক্রি হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে লামা থানার এসআই খালেদ মোশারফ এর নেতৃত্বে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে ঘটনাস্থলে রাধা রাণীর কাছ থেকে ১২পিচ ইয়াবা ও স্থানীয় তৈরি ৩০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী দীর্ঘদিন যাবত পান সুপারীর ব্যবসার আড়ালে মাদক বিক্রির কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।
অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন লামা থানা অফিসার ইনচার্জ আপ্পেলা রাজু নাহা। আটকৃত ওই নারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক দ্রব্য আইনে মামলা করা হবে বলেও জানান তিনি।