আলীকদমে কারিতাসের মাঠ দিবস পালন

Caritas News Pic_Alikadam copyআলীকদম প্রতিনিধি:

বান্দরবানের আলীকদম উপজেলায় কারিতাস খাদ্য নিরাপত্তা প্রকল্পের উদ্যোগে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের উত্তর পাট্টাখাইয়া গ্রামের কৃষক বশির আহামদের সব্জিক্ষেতে আলু উত্তোলন নিয়ে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

কারিতাস খাদ্য প্রকল্পের মাঠ কর্মকর্তা রতন জ্যোতি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আলী আহমেদ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি মেম্বার নুরুল ইসলাম। অনুষ্ঠানে কারিতাসের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

মাঠ কর্মকর্তা রতন জ্যোতি চাকমা জানান, কারিতাসের সহযোগিতায় কৃষক বশির আহামদ আলু চাষ করে সফল হয়েছেন। আলু চাষে তার সফলাতাকে স্থানীয় কৃষক-কৃষাণীদের মাঝে উদ্বুদ্ধকরণ করতেই এ মাঠ দিবস পালিত হয়। মাঠ দিবসে কৃষক-কৃষাণীদের নিয়ে বিভিন্ন ধরণের খেলাধুলার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি বলেন, কৃষি উন্নয়নে ও দরিদ্র কৃষকদের কল্যাণে কারিতাস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সুষম সার ব্যবহার করে কৃষকরা উৎপাদন বাড়াতে পারেন। এ কাজে স্থানীয় কৃষি বিভাগ ও কারিতাস সহযোগিতা করে যাবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন