উখিয়ায় অন্ত্যোষ্টিক্রিয়ায় যাওয়ার পথে সাবেক চেয়ারম্যানের উপর হামলা, আহত-২

fec-image

উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা সুরক্ষিত বড়ুয়ার অন্ত্যোষ্টিক্রিয়া অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন ঘুমধুম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দীপক বড়ুয়া। হামলার ঘটনায় দীপকসহ আহত ২ জন আহত হয়েছে। এ ঘটনায় দীপক বড়ুয়া বাদী হয়ে উখিয়ায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

২৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুর দেড়টার দিকে উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়াপালং মাতবরপাড়াস্থ অরবিন্দু বড়ুয়ার বাড়ির সামনে ঘটনাটি ঘটেছে।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সুরক্ষিত বড়ুয়ার অন্ত্যোষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগদানের জন্য ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান দীপক বড়ুয়া ও তাঁর ছোট ভাই বাবুল বড়ুয়া মোটর সাইকেল যোগে যাওয়ার পথে পূর্ব থেকে ওৎপেতে থাকা প্রতিপক্ষ ডালিম বড়ুয়ার স্ত্রী তিন্নি বড়ুয়া (৩২), অনিত্য বড়ুয়ার স্ত্রী সুকলা বড়ুয়া (২৮), মৃত সর্বানন্দ বড়ুয়া সিকদারের ছেলে পরিতোষ বড়ুয়া (৬০), সুধীর বড়ুয়া ছেলে অনিত্য বড়ুয়া (৪০), রত্নাদর্শী বড়ুয়া ছেলে প্রিভেল বড়ুয়া (২০), বেচারাম বড়ুয়ার ছেলে কাজল বড়ুয়া (২৫), সুরেশ বড়ুয়ার ছেলে সাগরদ্বীপ বড়ুয়া (৫০), বিমল বড়ুয়ার ছেলে সুমন বড়ুয়া (৩০), যাত্রামোহন বড়ুয়ার ছেলে সুমল বড়ুয়া (৫৫), মৃত হরি মোহন বড়ুয়ার ছেলে ডালিম বড়ুয়া (৩৮), মৃত সত্য মোহন বড়ুয়ার ছেলে সুমন বড়ুয়া (৪০), মৃত ভবতোষ বড়ুয়া স্ত্রী পুতুল রানী বড়ুয়া (৫০), সুমল বড়ুয়ার ছেলে নিশাত বড়ুয়া (৩০), রাজেন্দ্র বড়ুয়ার ছেলে সুপায়ন বড়ুয়া (৩০), পরিমল বড়ুয়ার ছেলে বাবলা বড়ুয়া (৩০), রাজেন্দ্র বড়ুয়ার ছেলে রিটন বড়ুয়া (৩৫), নিকসন বড়ুয়ার ছেলে লিমন বড়ুয়া (৩০)সহ অজ্ঞাতনামা আরো ৪/৫জন সংঘবদ্ধ হয়ে দা, লাঠিসোটা ও লোহার রড নিয়ে অতর্কিত হামলা চালায়।

এ সময় ৪নং বিবাদীর হামলায় দীপক বড়ুয়ার (জখমী) চোখে গুরতর আহত হয়। একই সাথে ৩নং বিবাদী পরিতোষ বড়ুয়ার লোহার রডের আঘাতে দীপক বড়ুয়ার দাঁত ভেঙ্গে যায়। এ সময় গলায় পরিহিত দেড় ভরি ওজনের স্বর্ণের চেইন নগদ ৩২ হাজার টাকা ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। ওই সময় ১নং স্বাক্ষী তাকে উদ্ধারে এগিয়ে গেলে তাকেও মারধর করে গলায় থাকা ১ ভরি ওজনের স্বর্ণের চেইনটি ছিনিয়ে নেয়। পরে তাদের চিৎকারে অন্ত্যোষ্টিক্রিয়ায় আগত লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে উখিয়া সদর হাসপাতালে ভর্তি করিলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক দীপক বড়ুয়াকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন।

পরে রাত ৮টার দিকে উখিয়া থানায় লিখিত অভিযোগ করার পর রক্তাক্ত অবস্থায় ন্যায় বিচারের দাবীতে উখিয়া অনলাইন প্রেসক্লাব এসে জনাকীর্ণ সংবাদ সম্মেলন করেন। এ সময় তাঁর সহধর্মীনি ও ভাই বাবুলসহ স্বজনরা উপস্থিত ছিল।

এ ব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সঞ্জুর মোর্শেদ বলেন, ঘটনাটি সম্পর্কে জেনেছি। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আহত, হামলা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন