গণতান্ত্রিক যুব ফোরাম প্রতিষ্ঠার যুগপূর্তি উপলক্ষে শুক্রবার র‌্যালি ও সমাবেশ

প্রেস বিজ্ঞপ্তি :

পার্বত্য চট্টগ্রামের অগ্রগামী যুব সমাজের সংগঠন গণতান্ত্রিক যুব ফোরাম প্রতিষ্ঠার এক যুগ পূর্তি উপলক্ষে, শুক্রবার সকাল ১০টায় ঢাকায় শাহবাগে (জাতীয় জাদুঘরের সামনে) এক র‌্যালি ও সমাবেশের আয়োজন করা হয়েছে।

“সমাজ-জাতি রক্ষার্থে জাগ্রত হও যুব সমাজ, জাতি ধ্বংসের সর্বনাশা চক্রান্তে যুবশক্তিকে মাস্তানি-গুণ্ডামিতে ভাড়া খাটানো রুখে দাও” এই শ্লোগানে আয়োজিত র‌্যালি ও সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় এবং জাতীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। উক্ত র‌্যালি ও সমাবেশে দেশের প্রগতিশীল বুদ্ধিজীবী, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক দল ও যুব সংগঠনের নেতৃবৃন্দকে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো যাচ্ছে। উল্লেখ্য, ২০০২ সালে ৫ এপ্রিল সূর্যসেন-প্রীতিলতার জন্মভূমি বীর চট্টলার ঐতিহাসিক জেএমসেন হলে এক সম্মেলনের মাধ্যমে গঠিত হয়েছিল গণতান্ত্রিক যুব ফোরাম।

প্রতিষ্ঠার পর থেকে এ সংগঠন অত্যাচারী শাসক-শোষক ও তাদের স্থানীয় দোসর জাতীয় বেঈমান-দালাল-প্রতিক্রিয়াশীলদের গণবিরোধী ধ্বংসাত্মক অপকর্মের বিরুদ্ধে সোচ্চার রয়েছে। সকল প্রকার নিপীড়ন-নির্যাতন, শোষণ-বঞ্ছনার বিরুদ্ধে গণতান্ত্রিক যুব ফোরাম লড়াই-সংগ্রাম চালিয়ে যাচ্ছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন