গাজা ইস্যুতে বিশ্ব ‘চুপ’ থাকা নিয়ে ক্ষুদ্ধ সানিয়া মির্জা

fec-image

ভারতীয় টেনিস তারকা ও পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের স্ত্রী সানিয়া মির্জা গাজায় ইসরাইলের আগ্রাসন নিয়ে দুঃখ প্রকাশ করেছেন । ইনস্টাগ্রামের স্টোরিতে তিনি লিখেছেন, এখনো আমরা নিরব। এভাবেই হয়তো চলবে।

গত ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর প্রতিক্রিয়ায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন ইসরাইলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু। এ যুদ্ধ এখনো চলছে।

এখন পর্যন্ত ইসরাইলের হামলায় ফিলিস্তিনের ৮ হাজারের বেশি মানুষ মারা গেছে। এর মধ্যে শিশু রয়েছে তিন হাজারেরও বেশি। গাজার বিভিন্ন হাসপাতাল, মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ বসববাড়িতে হামলা করছে ইসরাইল। অসংখ্য বেসামরিক ও গর্ভবতী নারীদের জীবন কেড়ে নেওয়া হয়েছে।

ইসরাইলের এমন আগ্রাসনের পরও গোটা বিশ্ব চুপ। মৌখিক বিবৃতি ছাড়া বিশ্বের এখনো তেমন কোন প্রতিক্রিয়া না দেখে ক্ষুদ্ধ সানিয়া মির্জা।

সানিয়া মির্জার মতো বিভিন্ন দেশের অনেক তারকা ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এর আগে পাকিস্তানি তারকা উশনা শাহ গাজা ইস্যুতে পশ্চিমা গণমাধ্যমগুলোর পক্ষপাতমূলক প্রতিবেদন তৈরির প্রতিবাদ জানিয়েছেন।

সম্প্রতি বিখ্যাত গায়ক আতিক আসলামও সবাইকে গাজার নিপীড়িত মানুষদের পাশে দাড়ানোর আহ্বান জানিয়েছেন। সেইসঙ্গে আর্থিক সহায়তাও দিয়েছেন তিনি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: গাঁজা, সানিয়া মির্জা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন