দীঘিনালায় পুলিশের বাধা অতিক্রম করে বিএনপি’র মিছিল সমাবেশ

মো. আল আমিন, দীঘিনালা:

আজ ২৫ শে অক্টোবর দলের কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী উপজেলা বিএনপির সভাপতির নেতৃত্বে সকাল থেকে দলের নেতা-কর্মী ও সমর্থকরা উপজেলার দলীয় কার্যালয়ে সামনে একত্রিত হতে থাকে। দুপুর ১২ টা দিকে কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক উপজেলা বিএনপি একটি বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলটি উপজেলা সদর প্রদক্ষিণ করার সময় থানার সামনে আসলে পুলিশ প্রথমে বাধা দেয়। কিন্তু বিএনপির মিছিল এত ব্যাপক ছিল যে পুলিশ আটকে রাখতে পারেনি। পুলিশ মিছিলটি উপজেলা পরিষদের সামনে আসলে আবার বাধা দেয় পুলিশ, তখন সেখানে সমাবেশ ও অবস্থান নেয়।

এদিকে উপজেলা আ’লীগ কার্যালয়ের সামনে অবস্থান করছে দলের নেতা-কমী সমর্থকরা । স্থানীয় এলাকাবাসীর আশঙ্কা, আধা কিলোমিটারের মধ্যে দুই দলের অবস্থানে যে কোন সময় সংঘর্ষ হতে পারে। তবে পুলিশ বলছে, বর্তমানে কোন সমস্যা নেই এবং এই উপজেলায় কোন ধরনের সংঘর্ষের আশঙ্কা নেই।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বিএনপি, মিছিল, সমাবেশ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন