নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদকে সাময়িক বরখাস্ত

thofil-4

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগ উপজেলা শাখা-২ সিনিয়র সহকারী সচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত চিঠিতে ওই সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়।

উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদের বিরুদ্ধে ২০১২ সনে রামুর বৌদ্ধ বসতীতে হামলার ঘটনায় দায়ের করা ৩৯/২০১২ (জিআর ৩০৬/২০১২ দন্ড বিধি ২৯৫/২৯৫ (ক)/১৫৩(ক)৫০৫/১০৯/৩৪ ধারা মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার আবু শাফায়াত মুহম্মদ শাহেদুল ইসলাম জানান, মন্ত্রণালয়ের ফ্যাক্স কপি তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় পেয়েছেন। ৩৯/২০১২ মামলার অভিযোগে উপজেলা চেয়ারম্যানকে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে বরখাস্ত করেছে বলে তিনি জানান।

অপরদিকে তোফায়েল আহমেদ বহিষ্কারাদেশের কথা স্বীকার করে বলেন, ‘যে মামলায় আমাকে বহিষ্কার করা হয়েছে সে মামলার সাথে আমার কোন ধরনের সম্পৃক্ততা নেই।’

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন