নাইক্ষ‍্যংছড়িতে পাহাড় ধসে আহত ২, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি

fec-image

নাইক্ষ‍্যংছড়িতে পাহাড় ধসে বসত ঘর ক্ষতিগ্রস্ত ও ২ জন আহত হয়েছে।

মঙ্গলবার (৮ আগস্ট) বেলা ১২টার দিকে সদর ইউনিয়ন ৮নং ওয়ার্ডস্থ প্রধান ঝিরির স্থায়ী বাসিন্দা আব্দুর সালামের মাটির ঘরের দেওয়াল পড়ে এ অবস্থার সৃষ্টি হয়।

আহতরা হলেন-রহিমা বেগম(২৮) স্বামী-আব্দুর সালাম ও লায়লা বেগম (৩০)স্বামী-আব্দুর শুক্কুর। তারা সদর ইউনিয়নের প্রধানঝিরি, ৮নং ওয়ার্ড়ের বাসিন্দা।

আহতদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো় হয়েছে। এ বিষয়ে ঐ এলাকার স্থানীয় ইউপি সদস্য ছাবের আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনা সত্য, তাদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে।

উল্লেখ্য, গত কয়েকদিনের টানা ভারী বর্ষণে পাহাড় ধসে এ দুর্ঘটনা ঘটে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ধস, নাইক্ষ্যংছড়ি, পাহাড়
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন