নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

fec-image

মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। একাদশে আছেন স্পিনার নাইম হাসান। আগের দিনই অনুশীলনে চোট পেয়েছিলেন নাইম। শঙ্কা ছিল দ্বিতীয় টেস্ট নিয়ে। তবে শেষ পর্যন্ত মিরপুর টেস্টে দেখা যাবে তাকে।

সিলেটে সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে ১৫০ রানের বড় ব্যবধানে হারিয়েছিল টাইগাররা। ফলে এই টেস্ট জিতলে বা নিদেনপক্ষে ড্র করলেও প্রথমবারের মতো কিউইদের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত হবে বাংলাদেশের।

ধারাভাষ্যকার এইচ. ডি. অ্যাকারম্যার বলেছেন, পিচের হালকা আর্দ্রতা দিনের শুরুতে পেসারদের কিছুটা সুবিধা দেবে। তবে স্পিনাররাও যদি উইকেট দখলে নেয়, এতেও অবাক হওয়ার কিছু নেই। তবে পরে ব্যাট করলেই সবকিছু শেষ হয়ে যাবে না।

এর আগে গত বছর জানুয়ারিতে মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডকে টেস্টে হারিয়েছিল বাংলাদেশ। এটিই ছিল বড় কোনো দলের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ টেস্ট জয়। তার আগে ২০১৬ সালে ইংল্যান্ড ও ২০১৭ সালে অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে টেস্টে হারিয়েছিল টাইগাররা।

বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম ও নাঈম হাসান ।

নিউজিল্যান্ড একাদশ
টিম সাউদি (অধিনায়ক), ডেভন কনওয়ে, টম ল্যাথাম, কেন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, কাইল জেমিসন, মিচেল স্যান্টনার ও এজাজ প্যাটেল।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নিউজিল্যান্ড, বাংলাদেশ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন