নিজের প্রয়োজনেই বেশী বেশী গাছ লাগান: বীর বাহাদুর

Bandarban mp pic-11.6
স্টাফ রিপোর্টার:
“দিন বদলের বাংলাদেশ, ফল বৃক্ষ ভরব দেশ” স্লোগানে বান্দরবানে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকালে বান্দরবানে জেলা প্রশাসন চত্বরে প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি ফিতা কেটে মেলার উদ্ধোধন করেন।

জেলা প্রশাসন, বন বিভাগের আয়োজনে ফলদ বনজ, ভেষজ ও ফলদ বৃক্ষ মেলায় এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবান ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবু জাফর, ভারপ্রাপ্ত জেলা পুলিশ সুপার জসিম উদ্দিন, বান্দরবান বিভাগীয় বন কর্মকর্তা আমিনুল ইসলাম, বিভাগীয় বনকর্মকর্তা (পাল্পউড) মোল্লা রেজাউল করিম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক আলতাফ হোসেন,পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু মারমাসহ সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বৃক্ষ আমাদের বেচেঁ থাকার জন্য অক্সিজেন দেয়, বাতাস ও ছায়া দেয়। বৃক্ষ আমাদের আর্থিক সঙ্কটন নিরসনে অর্থের যোগান দেয়। বৃক্ষের উপকারীতা বলে শেষ করা যাবেনা। নিজের এবং অন্যর প্রয়োজনে বেশি বেশি গাছ লাগান।  গাছ মানুষের অনেক উপকারে আসে। একটি গাছ কাটলে অন্তন তিনটি গাছ লাগানোর উদ্যােগ নিতে হবে। তবেই সবুজ শ্যামল বাংলাদেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা পাবে।

মেলায় বান্দরবানসহ চট্টগ্রামের আশপাশের এলাকার সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের ২৫টি স্টল স্থান পেয়েছে। প্রতিটি স্টলে নানা রকম বনজ ভেষজ ও ফলদ বৃক্ষ রয়েছে। মেলা চলবে আগামী ১৭ জুন পর্যন্ত।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন