পার্বত্য চুক্তি বাস্তবায়ন না হওয়ায় পাহাড়ের মানুষ অধিকার থেকে বঞ্চিত হচ্ছে: সন্তু লারমা

fec-image

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেছেন, পার্বত্য চুক্তি বাস্তবায়ন না হওয়ার কারণে এখানকার মানুষ অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। পাহাড়ের মানুষের অধিকার সুরক্ষার জন্য চুক্তি বাস্তবায়নের কোনো বিকল্প নেই। চুক্তি বাস্তবায়ন না হলে এখানে নারীর অধিকার, ভূমি অধিকারসহ জুম্ম জনগণের অধিকার উপেক্ষিত থেকে যাবে।

সোমবার (১২ জুন) রাঙামাটিতে আশিকা সম্মেলনকক্ষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বিবাহ নিবন্ধনে প্রথাগত আইন বিষয়ক এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

সন্তু লারমা বলেন, ‘পার্বত্য চুক্তির জন্য পাহাড়ে অনেক রক্ত ঝরেছে। এ রক্তের বিনিময়ে চুক্তি হয়েছে; কিন্তু সে কথা বর্তমান প্রজন্ম জানেই না। চুক্তিকে মানুষ ভুলে যেতে বসেছে।’

পাহাড়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিবাহ নিবন্ধন সম্পর্কে তিনি বলেন, ‘এটি অবশ্যই প্রয়োজন আছে। এটি না হওয়ার কারণে সমাজে নানান সমস্যা দেখা দিচ্ছে।’

বিশেষ অতিথি চাকমা সার্কেল চিফ রাজা দেবাশীষ রায় বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিবাহ নিবন্ধন না থাকায় এখানকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা বিদেশ গমন, বিবাহ বিচ্ছেদসহ নানান সমস্যায় পড়েন। এটি থেকে মুক্তির জন্য বিবাহ নিবন্ধনের প্রয়োজন আছে।’

তিনি বলেন, ‘এটি করতে কাউকে জোর করা হবে না, তবে আমরা উদ্বুদ্ধ করব। কার্বারি (গ্রামপ্রধান) বিবাহ সনদ দেবে না। শুধু হেডম্যান এ বিবাহ সনদ দেবেন। রাজাও বিবাহ সনদ দেবে। কিন্তু গ্রামের মানুষ দুর্গমতা ও অর্থের অভাবে রাজার কাছে আসতে পারে না।’

জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ানের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য দেন খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক শেফালিকা ত্রিপুরা, অনন্যা কল্যাণ সংগঠনের নির্বাহী পরিচালক ডনাই প্রু নেলী, বাংলাদেশ নারী প্রগতি সংঘের পরিচালক শাহনাজ সুমী, প্রোগ্রেসিভের নির্বাহী পরিচালক সুচরিতা চাকমা, সিএইচট উইমেন্স অ্যাকটিভিস্ট এর সদস্য নুকু চাকমা ও হেডম্যান মংনু মারমা।

কর্মশালা শুরুর আগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিবাহ নিবন্ধন বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাডভোকেট সুস্মিতা চাকমা। সূত্র: আজকের পত্রিকা

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পার্বত্য চুক্তি, পাহাড়, মানুষ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন