নানিয়ারচরে বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধনে পার্বত্যমন্ত্রী

পাহাড়ে উন্নয়নের জোয়ার বইছে: বীর বাহাদুর এমপি

fec-image

রাঙামাটিতে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনে নানিয়ারচর উপজেলা সফর করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈশিং (এমপি)। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে এসব প্রকল্প হাতে নিয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি বাজার থেকে নিচ পাড়া এলাকায় রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈশিং (এমপি)।

এছাড়াও তিনি সাবেক্ষং ইউনিয়নে ইক্ষু বাগান পরিদর্শন এবং রিঝিবিল পাড়ায় ব্রিজ ও রাস্তা নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় আরসিসি গার্ডার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এসময় অন‍্যান্যের মাঝে পার্বত‍্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, নানিয়ারচর জোন কমান্ডার লে. কর্নেল এসএম রুবাইয়াত হুসাইন (পিএসসি), রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মারুফ আহমেদ, জেলা পরিষদ সদস‍্য ইলিপন চাকমা, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সাদিয়া নুরিয়া, রাঙামাটি প্রেসক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার, নানিয়ারচর থানা অফিসার ইনচার্জ সুজন হালদার, শিক্ষার্থী, এলাকাবাসী ও আওয়ামী লীগের দলীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

উন্নয়ন প্রকল্পসমূহ উদ্বোধন শেষে পাচউবো চেয়ারম্যানের সভাপতিত্বে রিঝিবিল এলাকায় এক মতবিনিময় সভায় পার্বত্য মন্ত্রী বলেন, পাহাড়ে উন্নয়নের জোয়ার বইছে। থেমে থাকার সময় নেই, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাত ভারী করতে আবারো নৌকায় ভোট দিতে হবে। নৌকার বিকল্প নেই। শিক্ষা, যোগাযোগ, বিদ‍্যুৎ, চিকিৎসা এই প্রত্যন্ত পাহাড়ে পৌঁছে গেছে। তাই পিছনে ফিরে তাকাবার সময় নেই।

মতবিনিময় সভা শেষে পার্বত্য মন্ত্রী নানিয়ারচরে নির্মিত বাবু চুণি লাল দেওয়ান সেতু পরিদর্শন করেন। এসময় নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগ কর্তৃক পার্বত্যমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন। এছাড়াও সফরকালে নানিয়ারচর জোন, উপজেলা প্রশাসন, নানিয়ারচর থানাসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ পার্বত্যমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এর আগে পার্বত্য মন্ত্রী কাপ্তাই উপজেলাধীন ওয়াগ্গা ইউনিয়নে ১১৫টি পরিবারের মাঝে ১০০ ওয়াটের সোলার প্যানেল বিতরণ করেন।

এদিকে ২৪ ফেব্রুয়ারি (শুক্রবার) ফেব্রুয়ারি রাঙামাটির সদর উপজেলাধীন বালুখালি ইউনিয়নে উপকারভোগীদের মাঝে বিনামূল্যে সোলার হোম সিস্টেম বিতরণ, রাঙামাটি প্রেস ক্লাবের বিশ্রামাগার উদ্বোধন ও রাঙামাটি সদর উপজেলাধীন আসামবস্তী এলাকায় মারমা সাংস্কৃতিক সংস্থার ভবন উদ্বোধন করবেন পার্বত্যমন্ত্রী।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: উন্নয়ন, পাহাড়
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন