পেকুয়ায় আজমগীর চৌধুরীকে আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনোনয়ন

pic_pekua_ajmger

স্টাফ রিপোর্টার:
কক্সবাজারের পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবউদ্দিন ফরায়েজী মৃত্যুর ১৫ দিনের মাথায় উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মাস্টার আজমগীর চৌধুরীকে মনোনীত করা হয়। বৃহস্পতিবার সকালে দলের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কাসেমের আহুত সভায় বর্তমান কমিটির সিনিয়র সহ সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক আজমগীর চৌধুরীকে এ মনোনয়ন দেয়া হয়।

এতে প্রত্যেক ইউনিয়ন আ’লীগের সভাপতি, সেক্রেটারী এবং আ’লীগের অঙ্গসংগঠনের উপজেলা ও ইউনিয়নের সভাপতি সেক্রেটারীগণ উপস্থিত ছিলেন। ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করার জন্য আজমগীর চৌধুরীর নাম ঘোষণা করলে উপস্থিত সকলেই হাততালি দিয়ে অভিনন্দন জানায়।

অন্যদিকে উপজেলা আ’লীগের সভাপতি ফরায়েজী মৃত্যুর ১৫ দিন পর সভাপতির পদে আসীন হতে জেলা ও স্থানীয় ক্ষমতাধর একাধিক নেতা চেষ্টা চালান। আজমগীর চৌধুরীকে ভারপ্রাপ্ত সভাপতি করায় দলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সিনিয়র কোন নেতার পরামর্শ ছাড়া তাকে ভারপ্রাপ্ত সভাপতি করায় প্রতিবাদ করেন জেলা আ’লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কামাল হোসেন ও উপজেলা আ’লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বখতিয়ার উদ্দিন চৌধুরী।

এ ব্যাপারে সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বখতিয়ার উদ্দিন চৌধুরী এ প্রতিনিধিকে জানান, উপজেলা আ’লীগের বর্তমান কমিটিকে জেলা আ’লীগ অনুমোদন দেয়নি। সেই কমিটির সভাপতি মারা যাওয়াই সভাপতির পদ শূন্য হওয়ায় সাধারণ সম্পাদক আবুল কাসেমের পক্ষে জরুরী সভা আহবান করার এখতিয়ার নেই।

যেহেতু জেলা আ’লীগ আগামী ১৭ অক্টোবর কার্যকরী পরিষদের জরুরী সভা আহবান করেছেন। ওই দিন পেকুয়া উপজেলা আ’লীগের সভাপতির শূন্য পদে আহবায়ক কমিটি না ভারপ্রাপ্ত সভাপতি দেওয়া হবে জেলা আ’লীগের ওই সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরো জানান সাধারণ সম্পাদক আবুল কাসেম জেলা আ’লীগের মিটিং উপেক্ষা করে সিনিয়র নেতাদের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত সভাপতি দেওয়া গঠনতন্ত্র বহির্ভূত।

জেলা আ’লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাবেক সফল চেয়ারম্যান অ্যাডভোকেট কামাল হোসেন জানান, যে কমিটির অনুমোদন পায় নাই সেই কমিটির সভাপতি মারা যাওয়ায় সিনিয়র সহ-সভাপতি বলে ভারপ্রাপ্ত সভাপতি দেওয়াটি গঠনতন্ত্র বহির্ভূত। আমাকে উপজেলা আ’লীগের এক নং সদস্য রাখার কথা কিন্তু অধ্যাবধি পর্যন্ত আমাকে দলের কোন সভায় উপজেলা আ’লীগের এক নং সদস্য হিসাবে আমন্ত্রণ জানায়নি।

এ প্রসঙ্গে জানতে উপজেলা আ’লীগের মনোনীত ভারপ্রাপ্ত সভাপতি আজমগীর চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি মনোনীত হওয়ার সত্যতা স্বীকার করেন। তিনি দলের দায়িত্বপালন করতে আ’লীগ পরিবারের সকল নেতাকর্মীদের সহযোগীতা কামনা করছেন।

এ ব্যাপারে জানতে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কাসেমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বর্তমান কমিটির সিনিয়র সভাপতি আজমগীর চৌধুরীকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে বলে জরুরী সভার সিদ্ধান্তের কথা স্বীকার করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন