ফিলিস্তিনিদের হামলায় ১৪৫ ইসরাইলি নিহত, আহত ১১২০

fec-image

ফিলিস্তিনিদের হামলায় আজ শনিবার ভোর থেকে এ পর্যন্ত ১৪৫ জন ইসরাইলি নিহত হয়েছে বলে ইসরাইলের সেনাবাহিনীর রেডিও জানিয়েছে। এছাড়া হামলায় আরো এক হাজার ১২০ জন ইসরাইলি আহত হয়েছে বলেও জানানো হয়।

এদিকে আজকের হামলায় অন্তত ১০০ ইসরাইলি প্রাণ হারিয়েছে বলে জানায় ইসরাইলি পত্রিকা ইয়াদিউত অহরোনুৎ। হিব্রু ভাষার আরও কয়েকটি সূত্রের তথ্য অনুযায়ী, নিহত ইসরাইলের সংখ্যা আরও বেশি।

তবে হিব্রু ভাষার আরও কয়েকটি সূত্রের তথ্য অনুযায়ী, নিহত ইসরাইলের সংখ্যা আরও বেশি। তবে কোনো কোনো সংবাদ মাধ্যম থেকে ১৬৩ জন ইসরাইলির প্রাণহানির খবর পাওয়া গেছে।

কোনো কোনো সূত্র দাবি করেছে ফিলিস্তিনিরা অন্তত ৫০ জন ইসরাইলিকে আটক করেছে। এর মধ্যে এক জেনারেলসহ বেশ কয়েকজন ইসরাইলি সেনাও রয়েছে বলেও দাবি তাদের।

ফিলিস্তিনিরা ইহুদিবাদী ইসরাইলের সাতটি ইহুদি উপশহরের নিয়ন্ত্রণ নিয়েছে বলেও অন্যান্য গণমাধ্যম সূত্রে জানা যায়।

ফিলিস্তিনিদের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইহুদিবাদীদের অনেকেই ডাস্টবিনে আশ্রয় নিয়েছে বলে বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে।

হত্যা-নির্যাতন ও দখলদারির বিরুদ্ধে আজ ঐতিহাসিক সামরিক অভিযান চালিয়েছে হামাসসহ ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীরা। প্রথম ২০ মিনিটের অভিযানে তারা ৫ হাজারের বেশি রকেট ছুড়েছে। পরে আরো কয়েক হাজার ক্ষেপণাস্ত্র ছোড়ে তারা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আহত, ইসরাইলি, নিহত
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন