ফিলিস্তিনি ফুটবলারকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সন্ত্রাসীরা

fec-image

পশ্চিম তীরে সংঘর্ষের সময় ইসরায়েলি বাহিনী ২৩ বছর বয়সী এক ফুটবলারকে গুলি করে হত্যা করেছে। এই সংঘর্ষে আহত হয়েছেন আরও ৫ জন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) পশ্চিম তীরের নাবলুসে অবস্থিত জোসেফের মাজারে কিছু ইহুদিকে নিরাপত্তা দিয়ে নিয়ে যাচ্ছিল ইসরায়েলি বাহিনী।

ওই সময় ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে ফুটবলার আহমেদ দারাগমেহ গুরুতর আহত হন এবং পরবর্তীতে মারা যান। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

নিহত ফুটবলার দারাগমেহ পাশের শহর তুবাসের বাসিন্দা ছিলেন। ফিলিস্তিনের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দারাগমেহ ওয়েস্ট ব্যাংক প্রিমিয়ার লিগের ক্লাব থাকাফি তুলকারেমের হয়ে খেলতেন।

ফুটবল বিষয়ক জনপ্রিয় আরব ওয়েবসাইট ‘কুরা’র দেওয়া তথ্য অনুযায়ী, দারাগমেহ এ মৌসুমে নিজ দলের সর্বোচ্চ গোলদাতা ছিলেন। তিনি ৬টি গোল করেছেন চলতি মৌসুমে।

দারাগমেহ ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনিদের মধ্যে হওয়া সংঘর্ষে জড়িত ছিলেন কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইসরাইল, ফিলিস্তিন, ফুটবলার
Facebook Comment

One Reply to “ফিলিস্তিনি ফুটবলারকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সন্ত্রাসীরা”

  1. একদিন সবকিছুর সমাপ্ত ঘটবে, সবকিছুর ফায়সালা হবে।সেদিনের অপেক্ষায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন