বাইশারীর বোমা হামলাসহ বহু মামলার পলাতক আসামি ডাকাত গুরাইয়া আটক

আটক

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ও আশপাশ এলাকায় ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি, শিশু হত্যা ও সম্প্রতি বাইশারী বাজারে পুলিশকে লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটানো মামলার পলাতক আসামি জাকের হোসেন প্রকাশ গুরাইয়া ডাকাত পুলিশের হাতে আটক হয়েছে। গত সোমবার রাতে বাইশারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আনিসুর রহমান পার্বত্য রাঙ্গামাটি জেলার রাজস্থলী বাঙ্গালিয়া গ্রামে বিশেষ এক অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।

আটকৃত জাকের হোসেন গুরাইয়া রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল গ্রামের মৃত আবদু শুক্কুরের ছেলে। তার আটকের খবরে বাইশারীসহ আশপাশের এলাকায় সাধারণ মানুষের মাঝে স্বস্থি নেমে এসেছে। দু:সাহসিক অভিযানে গুরাইয়া ডাকাতকে আটক করায় বাইশারী পুলিশকে ধন্যবাদ জানান স্থানীয়রা।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, জাকের হোসেন প্রকাশ গুরাইয়া ডাকাত দীর্ঘদিন যাবত বাইশারী, গর্জনিয়া, ঈদগড়, ঈদগাঁও কেন্দ্রীক সন্ত্রাসী বাহিনী গড়ে তোলে এলাকায় অপহরণ, চাদাঁবাজি, ডাকাতি করে আসছিল। কিন্তু গত কিছুদিন যাবত বাইশারী পুলিশের এসআই আনিসুর রহমানের ধারাবাহিক অভিযানে এ সন্ত্রাসী গ্রুপটি গা ঢাকা দেয় এবং ০৩ ফেব্রুয়ারি বাইশারী বাজারে পুলিশকে লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটায়।

এ বিষয়ে, বাইশারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আনিসুর রহমান জানান, জাকের হোসেন প্রকাশ গুরাইয়া অসংখ্য অপরাধের সাথে জড়িত। তার বিরুদ্ধে ডজনাধিক মামলা আছে। বিভিন্ন কৌশল অবলম্বন করে তাকে পুলিশের ফাঁদে ফেলার হয়েছে বলে তিনি জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন