বান্দরবানে আওয়ামীলীগের নৈরাজ্য ও হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল সমাবেশ

নিজস্ব প্রতিবেদক:

বান্দরবানে জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্দ্যোগে নৈরাজ্য ও হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল সমাবেশ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এসে শেষ হয়। বঙ্গবন্ধু মুক্তমঞ্চে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে সমাবেশ অনুষ্টিত হয়। সমাবেশ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী মজিবর রহমান, লক্ষীপদ দাশ, সাগঠনিক সম্পাদক অজিত দাশ, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক অমল দাশ, ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম রাশেদ, সাধারন সম্পাদক সুজন চৌধুরী সঞ্চয় প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, জামায়াত-শিবির যুদ্ধাপরাধী ও মানবতা বিরোধীদের সংগঠন। স্বাধীনতা যুদ্ধে যুদ্ধাপরাধীরা হত্যা, লুন্টন, ধর্ষণ ও সাধারণ নিরস্ত্র জনগের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছিল। সেই যুদ্ধাপরাধীদের বেগম খালেদা জিয়া মন্ত্রীসভায় তাদের মন্ত্রী বানিয়ে ছিল। স্বাধীনতা বিরোধীরা গাড়িতে জাতীয় পতাকা লাগিয়ে দেশের বিভিন্ন প্রান্তে বীরদর্পে ঘুরে বেড়িয়েছে। খালেদা জিয়ার মাধ্যমে তারা জাতীয় পতাকা ও ত্রিশ লক্ষ শহীদের আত্মাকে অপমান করেছে। স্বাধীনতার ৪২ বছর পর মহাজোট সরকার যুদ্ধাপরাধীদের বিচার কাজ শুরু করে সর্ব্বোচ্চ আদালত কাদের মোল্লাকে ফাঁসির রায় দিয়েছে। এ রায়ের বিরুদ্ধে স্বাধীনতা বিরোধীরা দেশে টানা ৪৮ ঘন্টা হরতালের নামে নৈরাজ্য, গাড়ী ভাংচুর, জ্বালাও পোড়াও আন্দোলন করছে। আমরা হরতালের নামে নৈরাজ্য ও জ্বালাও পোড়াও আন্দোলনকে ঘৃণা করি। আমরা দেশের সম্পদ ও সাধারণ জনগনের জানমাল রক্ষার্থে রাস্তায় নেমেছি। আমরা তাদের প্রতিহত করব।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন