বান্দরবানে ইউপি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের মনোনয়নপত্র হস্তান্তর

Bandarban pic-24.3

স্টাফ রির্পোটার:

বান্দরবান জেলার ২৯টি ইউপি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থীত প্রার্থীদের মনোনয়ন দেয়া হয়েছে। জেলার ৩৩টি ইউনিয়নের মধ্যে ৩০টিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। গত বছরে ৪টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। একটির তফসিল ঘোষণা না হওয়ায় মনোনয়ন দেয়া হয়নি।

বৃহস্পতিবার সন্ধ্যায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি প্রার্থীদের তার বাস ভবনে মনোনয়নপত্র প্রদান করেন। এ সময় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য কাজল কান্তি দাশ, সাধারণ সম্পাদক ইসলাম বেবীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বান্দরবান সদর উপজেলায় নৌকার প্রার্থীরা হলেন, সদর ইউনিয়েনে সাচ প্রু, রাজবিলা ইউনিয়নে ক্য অং প্রু, সুয়ালক ইউনিয়নে মং ক্ষং নু, সুয়ালকে প্লুকান ম্রো।

লামা উপজেলার গজালিয়া ইউনিয়নে বাথোয়াইচিং, লামা সদর মিন্টু কুমার সেন, ফাসিয়াখালী খাইরুল বশর, আজিজ নগর মো. জসিম উদ্দিন, সরই, নুরুল আলম, রুপসী পাড়া ছাচিং প্রু, ফাইতং জালাল উদ্দিন।

আলীকদম উপজেলার সদর ইউনিয়নে জামাল উদ্দিন, চৈক্ষং ফেরদাউস রহমান, নয়াপাড়া ফোগ্য মার্মা, কুরুক পাতা ক্রাতপুং ম্রো।

রুমা উপজেলার সদর ইউনিয়নে শৈমং, পাইন্দু উহ্লামং, রেমাক্রী প্রাংসা জিরা বম (জিবত্লোয়ং), গালেংগ্যা শৈউসাই।

রোয়াংছড়ি উপজেলার সদর ইউনিয়নে চহ্লামং, তারাছা উথোয়াইচিং, আলেক্ষং বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, নোয়াপতং চনুমং।

থানচি উপজেলার সদর ইউনিয়নে মাংসা ম্রোৃ, রেমাক্রী মংশৈথুই, তিন্দু মংপ্রু অং, বলিপাড়া শৈহ্লাচিং বাশেচিং।

নাইক্ষংছড়ি উপজেলার দোছড়ি হাবিবুল্লাহ, বাইশারী মোহাম্মদ আলমকে মনোয়নয়ন দেয়া হয়। গত বুধবারও কয়েকটি উপজেলার ইউনিয়ন চেয়াম্যান প্রার্থীদেরও মনোনয়ন পত্র দেয়া হয়।

ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদর মনোনয়ন হস্তান্তর অনুষ্ঠানে বীর বাহাদুর উশৈসিং এমপি নৌকার বিজয়ে সকল নেতাকর্মীকে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান।

এদিকে বিএনপি প্রার্থীদের চূড়ান্ত অনুমোদন না আশায় মনোনয়নপত্র হস্তান্তর করা হয়নি বলে জানা গেছে।

প্রসঙ্গত, তফসিল অনুযায়ী ২৭ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, ২৯ ও ৩০ মার্চ যাচাই বাছাই, ৬ এপ্রিল প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। ২৩ এপ্রিল সাত উপজেলার ইউনিয়নে একযোগে ভোট গ্রহণ করার কথা রয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন