বান্দরবানে গু‌ড়ি‌য়ে দেয়া হল দু‌টি ইটভাটা

fec-image

বান্দরবা‌নের নাইক্ষ্যংছ‌ড়িতে ভ্রাম্যমাণ আদালত অ‌ভিযান চা‌লি‌য়ে দু‌টি অ‌বৈধ ইটভাটাকে গু‌ড়ি‌য়ে দি‌য়ে‌ছে।

র‌বিবার (৫ জুন) হাইকোর্টের রিট পিটিশনের নির্দেশে ও বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির সার্বিক তত্বাবধানে নির্বাহী ম্যাজি‌স্ট্রেট কা‌য়েসুর রহমান এ অ‌ভিযান পরিচালনা ক‌রেন।

তি‌নি ব‌লেন, হাই‌কো‌র্টের নি‌র্দেশে এবং জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের সার্বিক তত্বাবধানে এ অ‌ভিযান প‌রিচালনা করা হয়। এ সময় খালেদ সরওয়ার খারেজের মালিকানাধীন কেআরই ব্রিকস ও সাজু বড়ুয়ার মালিকানাধীন ডিএস‌বি ব্রিকসের চিমনিসহ পু‌রো ইটভাটা গুড়িয়ে দেয়া হয়ে‌ছে। এছাড়া এ ব্রিকফিল্ড দুটির কার্যক্রমও সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়ে‌ছে ব‌লেও জানান তি‌নি।

অ‌ভিযানে বান্দরবান পরিবেশ অ‌ধিদপ্ত‌রের সহকারী প‌রিচালক মো. ফখর উ‌দ্দিন চৌধুরী, ম্যাজিস্ট্রেট এএসএম শাহ‌নেওয়াজ মে‌হেদী, র‍্যাবের ৯ জ‌নের এক‌টি দল এবং পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপ‌স্থিত ছি‌লেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইটভাটা, বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন