বান্দরবানে মুখোমুখি অবস্থানে বিএনপির দুই গ্রুপ

বান্দরবান প্রতিনিধি:
আগামীকাল বিএনপির সাংগঠনিক সফরে বান্দরবান আসছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক গোলাম আকবর খন্দকার। এ উপলক্ষে বান্দরবান পর্যটন মোটেলে এক বর্ধিত সভা ও মত বিনিময়ের আয়োজন করে জেলা বিএনপি। অন্যদিকে বিএনপির সাবেক জেলা সাধারণ সম্পাদক মহতুল হোসাইন যত্ন একই স্থানে সভা আহবান করায় জেলায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। মুখোমুখি অবস্থান নিয়েছে দুই গ্রুপ।
তবে সংঘর্ষের আশঙ্কায় পর্যটন মোটেল কর্তৃপক্ষ তাদের কাউকেই রুম ভাড়া দিতে অস্বীকৃতি জানায়। এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি সাচিং প্রু জেরী জানান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের আগমনকে ঘিরে পর্যটন মোটেলে কর্মী সম্মেলন আয়োজন করা হয়। সকল প্রস্তুতিও সম্পন্ন হয়েছে ইতিমধ্যে।
অপরদিকে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী মহোতুল হোসেন যত্ন বলেন, পর্যটন মোটেলের সভাকক্ষে সভার আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকার মত প্রকাশ করেছেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আলম খন্দকার।

শুক্রবারও সাংগঠনিক সম্পাদকের সঙ্গে বিষয়টি নিয়ে কথা হয়েছে। প্রসঙ্গত সাম্প্রতিক সময়ে তত্বাবধায়ক সরকারের দাবিতে বান্দরবানে বিএনপির প্রচারপত্র বিলি অনুষ্ঠানেও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আলম খন্দকারের উপস্থিতিতে বিএনপির দুই গ্রুপের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। বিষয়টি নিয়ে বক্তব্যে কেন্দ্রীয় নেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

বান্দরবান জেলা ছাত্রদলের জরুরী সভা অনুষ্ঠিত
অদ্য রবিবার বিকেলে দীর্ঘ ১ বছর পর বান্দরবানের জেলা ছাত্রদলের সভা জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদলের সভাপতি সাবিকুর রহমান জুয়েল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক দৌলতুল কবির খান সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার বাবলু, সহ-সভাপতি ইয়াছিনুল হক চৌধুরী রিপনসহ পৌর ও কলেজ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। উক্ত সভায় জেলা ছাত্রদলের জনপ্রিয় ছাত্রনেতা, বর্তমান জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক, সাবেক কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান (উজ্জ্বল) কে ষড়যন্ত্রমূলক ভাবে সভায় আহবান না করায় দলীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা গিয়েছে। এ বিষয়ে জেলা ছাত্রদলের সিনিয়র নেতা হাবিবুর রহমান বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য গঠনতন্ত্র মোতাবেক তাকে সাময়িক ভাবে বহিষ্কার করা হয়। এ বিষয়ে ছাত্রদলের গঠণতন্ত্রে দেখা যায়, জেলার যে কোন সদস্যকে বহিষ্কারের একমাত্র ক্ষমতা রয়েছে কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির। উল্লেখ্য, আগামী ২ আগষ্ট সাংগঠনিক সফরে বান্দরবান আসছেন কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দ। উক্ত সভাকে কেন্দ্র করে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহের পাশাপাশি কৌতুহোল বিরাজ করছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন