বান্দরবানে শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী ও বসন্ত উৎসব

বান্দরবানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বসন্ত উৎসব উদযাপন করা হয়েছে।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে বান্দরবান সরকারি পাঠাগার প্রাঙ্গণে বান্দরবান জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এই অনুষ্ঠানমালার আয়োজন করা হয় ।

বান্দরবান জেলা শিল্পকলা একাডেমির সংস্কৃতিক বিষয়ক কর্মকর্তা জান্নাত আরা যুথির সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির কনভেনিং কমিটির আহবায়ক ও জেলা পরিষদের সদস্য সিং ইয়ং ম্রো, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, নতুন বছরকে বরণ করে নিতে প্রতিবছরের ন্যায় একটা আগমনী বার্তা হিসেবে আমরা এ বসন্ত উৎসব উদযাপন করে থাকি । তারই ধারাবাহিকতায় এ বছরও পার্বত্য জেলা বান্দরবানে আমরা বসন্ত উৎসব উদযাপন করতে পেরে অত্যন্ত আনন্দিত। আমরা চাই নতুন প্রজন্মরা এ বসন্ত উৎসবের মাধ্যমে অনেক কিছু জানুক, যাতে করে তারা এ গ্রাম বাংলার ঐতিহ্যকে ভুলে না যায়।

অতিথিরা এত সুন্দর একটি অনুষ্ঠানমালার আয়োজন করায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন