দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

বান্দরবান-৩০০ আসন: ঘুমধুমের পাঁচ কেন্দ্রে বেসরকারিভাবে বিজয়ী নৌকার বীর বাহাদুর

fec-image

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান-৩০০ নং আসনে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৫টি কেন্দ্রে বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী বীর বাহাদুর উ শৈ সিং বিজয়ী হয়েছেন।

নৌকা প্রতীকে এই প্রার্থী ৭ হাজার ৫০০ ভোট পেয়েছে। তার নিকটতম প্রতিদন্দ্বী এ টি এম শহিদুল ইসলাম (বাবুল) লাঙ্গল প্রতীকে ২৫৩ ভোট পেয়েছেন।

ঘুমধুমের পাঁচটি ভোট কেন্দ্রের মধ্যে তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৩৯৫ জন, কাস্টিং ২ হাজার ৭৩৮ ভোট, নৌকা (বীর বাহাদুর) প্রাপ্ত ভোট ২৬৫১ লাঙ্গল (এ টি এম শহিদুল ইসলাম ) প্রাপ্ত ভোট ৭৩, বাতিল হয়েছে ১৪ভোট।

ঘুমধুম ডিপি বিদ্যালয় কেন্দ্রে ভোটার সংখ্যা ১৯৫৪ জন, কাস্টিং ১৪৬৫ ভোট, নৌকা (বীর বাহাদুর) প্রাপ্ত ভোট: ১৪২৮, লাঙ্গল (এ টি এম শহিদুল ইসলাম ) প্রাপ্ত ভোট ২৭, বাতিল হয়েছে, ১০ ভোট।

উত্তর ঘুমধুম বড়বিল কেন্দ্রে ভোটার সংখ্যা ২৯৯২ জন, কাস্টিং ১৭২২ ভোট, নৌকা (বীর বাহাদুর) প্রাপ্ত ভোট ১৬৩০, লাঙ্গল (এ টি এম শহিদুল ইসলাম ) প্রাপ্ত ভোট ৬৫, বাতিল হয়েছে ২৭ ভোট।

ফাত্রাঝিরি প্রা. বি. কেন্দ্রে ভোটার সংখ্যা ১১৯৩ জন, কাস্টিং ৯৩৬ ভোট, নৌকা (বীর বাহাদুর) প্রাপ্ত ভোট: ৮৬৪ লাঙ্গল (এ টি এম শহিদুল ইসলাম ) প্রাপ্ত ভোট ৫৩, বাতিল হয়েছে ১৯ ভোট।

বরইতলী স. প্রা. বি. কেন্দ্রে ভোটার সংখ্যা ১১৪৪ জন, কাস্টিং ৯৭৫ ভোট, নৌকা (বীর বাহাদুর) প্রাপ্ত ভোট ৯২৭,
লাঙ্গল (এ টি এম শহিদুল ইসলাম ) প্রাপ্ত ভোট ৩৫, বাতিল হয়েছে ১৩ ভোট।

রবিবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে ঘুমধুম ইউনিয়নের ৫টি ভোট কেন্দ্রের দায়িত্ব থাকা প্রিজাইডিং অফিসারগণ নিজ নিজ কেন্দ্রের ফলাফল নিশ্চিত করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন