বিশ্ব মানবাধিকার দিবসে খাগড়াছড়িতে পিসিপি’র আলোচনাসভা

প্রেসবিজ্ঞপ্তি : বিশ্ব মানবাধিকার দিবস ২০১৬ উপলক্ষে “পার্বত্য চট্টগ্রামে অন্যায় ধরপাকড়-নিপীড়নের প্রতিবাদে ও সেনা-প্রশাসনের চলমান মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে” খাগড়াছড়িতে আলোচনাসভা করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) খাগড়াছড়ি জেলা শাখা।

শনিবার (১০ ডিসেম্বর ২০১৬) বিকাল ৪ টায় খাগড়াছড়ি উপজেলা সদরে এই আলোচনাসভা অনুষ্ঠিতহয়।

আলোচনাসভায় পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক এলটন চাকমার সঞ্চালনায় আলোচনা করেন পিসিপি’র জেলা শাখার সহ-সভাপতি তপন চাকমা, সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা ও জেসীম চাকমা প্রমুখ।

সভায় বক্তারা পার্বত্য চট্টগামের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তুলে ধরে বলেন, পার্বত্য চট্টগ্রামের অতীত থেকে বর্তমান পর্যন্ত চলছে সামরিক শাসন।

বক্তারা, পার্বত্য চট্টগ্রামে সেনা শাসনের বিরুদ্ধে সোচ্চার হয়ে জাতীয় অস্তিত্ব রক্ষার্থে আগামী দিনের লড়াই সংগ্রামে ঐক্যবদ্ধ হাওয়ার জন্য ছাত্র সমাজের প্রতি আহ্বান জানান। তারা পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের উপর সংঘটিত ডজনের অধিক গণহত্যাসহ সারা দেশে সংঘটিত সকল ধরণের মানবাধিকার লঙ্ঘনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন