মাটিরাঙ্গা পৌর শহরের উন্নয়নে মহাপরিকল্পনা বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি :

মাটিরাঙ্গা পৌরসভার উন্নয়নে প্রণিতব্য মহাপরিকল্পনার উপর এক মতবিনিময় সভা আজ সোমবার সকাল ১০টায় মাটিরাঙ্গা পৌরসভা মিলনায়তনে অনিষ্ঠিত হয়। মাটিরাঙ্গা পৌরসভার মেয়র আবু ইউসুফ চৌধুরী মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ড. মোহাম্মদ মাহে আলম। মাটিরাঙ্গা পৌরসভার সচিব অণিল বিকাশ ত্রিপুরা‘র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির নগর পরিকল্পনাবিদ ইমরুল হাসান।

এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন এলজিইডির মেম্বার অফ আইবিএম পুলিন চন্দ্র গোলদার। মতবিনিময় সভার শুরুতেই নগর পরিকল্পনাবিদ ইমরুল হাসান প্রজেক্টরের ম্যাধমে প্রস্তাবিত মহাপরিকল্পনা সম্পর্কে আমন্ত্রিতদের সুস্পষ্ট ধারনা দেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ড. মাহে আলম বলেন, প্রস্তাবিত পরিকল্পনা বাস্তবায়নে ভুমি সমস্যার ধীরগতি সমস্যা করতে পারে। তিনি এজন্য নিজস্ব আয় বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন। সভাপতির বক্তব্যে মেয়র আবু ইউসুফ চৌধুরী বলেন, মহিপরিকল্পনার সাথে বাস্তবতার হয়তো মিল খুজে পাওয়া যাবেনা তারপরও কাজ করে যেতে হবে। তিনি মাটিরাঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠকে মিনি স্টেডিয়ামে পরিনত করার উপর গুরুত্বারোপ করেন।

সভায় বক্তারা খুব দ্রুত সময়ের মধ্যে মহাপরিকল্পনার অংশ হিসেবে পরিবহন টার্মিনাল নির্মানের জন্য ভুমি অধিগ্রহনের উপর জোর দেন। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা প্রকৌশলী মো: আনোয়ারুল হক, বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর, গন্যমান্য ব্যাক্তিবর্গ, সাংবাদিক ও শিক্ষক নেতৃবৃন্দ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন