মানিকছড়িতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উপকরণ বিতরণ

fec-image

মানিকছড়ি প্রতিনিধি:

মানিকছড়ি উপজেলায় ২০১৯-২০ খরিফ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় মানিকছড়ি কৃষি অফিস প্রশিক্ষণ কক্ষে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ শেখ ফরিদ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদ ইকবাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. শফর উদ্দিন।

এসময় আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সহকারী প্রকল্প পরিচালক মদন চাকমা, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রাকেশ বিশ্বাস, উপজেলা কৃষকলীগের সভাপতি মো. শাহ আলমসহ জনপ্রতিনিধি ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত কৃষকগণ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম মজুমদার।

এসময় উপজেলা বিভিন্ন এলাকা থেকে আগত কৃষকদের বিনামূল্যে কৃষি উপকরণ দেওয়া হয়। এসময় প্রত্যেক কৃষককে ৫ কেজি আউশ ধানের বীজ, ডিএপি ১৫ কেজি, ১০ এমওপি সার প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: মানিকছড়িতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উপকরণ বিতরণ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন