মানিকছড়িতে গণহত্যা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ  

মানিকছড়ি প্রতিনিধি:

বাংলাদেশের ইতিহাসে নির্মম ও জঘন্যতম কালো রাত্রি ছিলো ২৫ মার্চের রাত। সেদিন রাতে বাঙ্গালি জাতিকে বুদ্ধিহীন করার চক্তান্তে ‘অপারেশ সার্চলাইট’ নামে গণহত্যা চালিয়েছিল পাকিস্তানি বাহিনী।

সোমবার (২৫ মার্চ) সকাল ১০টায় দিবসের ঘঠনা প্রবাহ নতুন প্রজন্মদের মাঝে তুলে ধরতে উপজেলা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পালিত হয়েছে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক কর্মসূচি।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধারা দিবসের পাশাপাশি মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন।

উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তারা সংশ্লিষ্ঠ এলাকার মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে উপস্থিত হন। পরে সেখানে পূর্বপ্রস্তুতি নেয়া সভায় অতিথিরা মুক্তিযুদ্ধের ঘটনাপ্রবাহ তুল ধরেন এবং ইতিহাসের জঘন্যতম কালোরাত্রি ২৫ মার্চ রাতে বাঙ্গালী জাতি ও বুদ্ধিজীবীদের ওপর পাকিস্তানি বাহিনী বর্বরোচিত হামলা ও নিপীড়ণের বিবরণ তুলে ধরা হয়।

সকাল ১১টায় তিনটহরী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত ‘মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ’ সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠান প্রধান মো. আতিউল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অফিসার ইনচার্জ মুহাম্মদ রশীদ, বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য ও শিক্ষানুরাগী এমই আজাদ চৌধুরী বাবুল, মুক্তিযুদ্ধা মংহ্লাপ্রু মারমা, সহকারী প্রধান শিক্ষক সুদীপ কুমার নাথ, বড়ডলু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বশির আহম্মদ প্রমুখ।

এর আগে সকাল ১০টায় অতিথিরা বড়ডলু উচ্চ বিদ্যালয়ে একইভাবে ২৫ মার্চ গণহত্যা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।

অন্যদিকে যোগ্যাছোলা উচ্চ বিদ্যালয় ও গাড়ীটানা নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রাকেশ বিশ্বাস।

এছাড়া রাণী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়, ডাইনছড়ি উচ্চ বিদ্যালয়, বাটনাতলী উচ্চ বিদ্যালয়, মানিকছড়ি ইসলামিয়া দাখিল মাদরাসা ও দক্ষিণ চেঙ্গছড়া নেছারিয়া ইসলামিয়া দাখিল মাদরাসায় ২৫ মার্চের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: মানিকছড়িতে গণহত্যা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন