মানিকছড়িতে মারমা কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

fec-image

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা মারমা উন্নয়ন সংসদের উদ্যোগে উপজেলা থেকে বিসিএস উত্তীর্ণ, উচ্চতর ডিগ্রী প্রাপ্ত ও ২০২১ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ২৫০ জন মারমা কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে।

শুক্রবার (১৪ অক্টোবর) বিকেলে ২টায় উপজেলা অডিটরিয়ামে উপজেলা মারমা উন্নয়ন সংসদের সাধারণ সম্পাদক কংজপ্রু মারমার স্বাগত বক্তব্যে ও উলাচাই মারমার উপস্থাপনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা মারমা উন্নয়ন সংসদের সভাপতি মংশেপ্রু মারমা।

প্রধান অতিথি ছিলেন, মারমা উন্নয়ন সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মংপ্রু চৌধুরী। প্রধান বক্তা ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কংজরী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মারমা,প্রয়াত মংরাজা মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশনের চেয়ারম্যান সুইচিংপ্রু চৌধুরী, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য মো. মাঈন উদ্দীন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহনূর আলম, মারমা উন্নয়ন সংসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাথোয়াইঅং মারমা, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয় প্রমুখ।

সংবর্ধনায় ২০২১ সালে উপজেলা থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ২৫০ জন মারমা শিক্ষার্থীর পাশাপাশি বিসিএস উত্তীর্ণ চাইলাউ মারমা (অতিরিক্ত পুলিশ সুপার, মাদারীপুর), চাইথোয়াইহ্লা চৌধুরী, (উপজেলা নির্বাহী কর্মকর্তা,হাইমচর, চাঁদপুর), ডা. নুনু মারমা, বিসিএস ( স্বাস্থ্য ), (মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মহালছড়ি)। উচ্চতর ডিগ্রিধারী (নন বিসিএস) ডা. রাপ্রুসাই মারমাকে, (এমবিবিএস, পিজিপফ (এমআরএইচ) (হসপিটাল মেনেজার, আইওএম ইউএন হাসপাতা) সংবর্ধনা দেওয়া হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: মানিকছড়ি, মারমা কৃতি শিক্ষার্থী, সংবর্ধনা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন