মানিকছড়িতে ৬ দিনব্যাপী ভলবো ও আইশার গাড়ি মেলা চলছে

5

মানিকছড়ি প্রতনিধিি :

প্রথমবারের মতো মানিকছড়িতে বড়তাকিয়া গ্রুপের উদ্যোগে ‘সুইডেনের ভলবো ও ভারতের আইশার যৌথ প্রযুক্তিতে তৈরি গাড়ি নিয়ে ৬ দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। এ মেলার আয়োজন করে রানার ও এরনি মোটরস ।

মানিকছড়ির মহামুনিস্থ বাসস্টেশন চত্বরে আওয়ামীলীগ নেতা মো. আশরাফ হোসেনের সভাপতিত্বে ২০ নভেম্বর এ মেলাটি উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বড়তাকিয়া গ্রুপের চট্রগ্রাম অফিস প্রধান মো. মনির আহম্মদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবকে উপজেলা চেয়ারম্যান এম.এ. রাজ্জাক, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীন, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শফিউল আলম চৌধুরী, ইউসিসিলি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন প্রমূখ।

সভায় বড়তাকিয়া গ্রুপের চট্রগ্রাম অফিস প্রধান মো. মনির আহম্মদ জানান, এ অঞ্চলের মানুষের জীবন-যাত্রার মান বাড়াতে এবং গাড়ির মালিক এবং চালকদের কথা চিন্তা করে রানার ও এরিন মোটরস ভলবো ও আইশার গাড়ি বাজারজাত করতে এসেছে। নগদ ও সহজ কিস্তিতে ট্রাক, মিনি ট্রাক, ড্রাম ট্রাকসহ যে কোন গাড়ি মেলা চলাকালীন (১৯-২৪ নভম্বের) সহজ শর্তে বুকিং দেয়া যাবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন