রাঙামাটিতে আন্তর্জাতিক নারী দিবসে র‌্যালি-আলোচনা সভা

Waman Day jpg copyস্টাফ রিপোর্টার:

‘নারীর ক্ষমতায়ন-মানবতার উন্নয়ন’ এ শ্লোগানকে সামনে রেখে রবিবার ভিকটিম সাপোর্ট সেন্টারের আয়োজনে রাঙামাটিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটি পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসানের নেতৃত্বে র‌্যালীটি রাঙামাটি কোতয়ালী থানা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিএসবি কলোনী মাঠে এসে শেষ হয়। র‌্যালী শেষে এক আলোচনাসভা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে রাঙামাটি পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, বিশেষ অতিথি হিসেবে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কনিকা চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নাজমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল চিত্ত রঞ্জন পাল, বাংলাদেশ মহিলা পরিষদ রাঙামাটি জেলার সভানেত্রী কনিকা বড়ুয়া, কোতয়ালী থানার অফিসার ইন-চার্জ মনু সোহেল ইমতেয়াজ, নারী নেত্রী মনোয়ারা জসিম, পৌর মহিলা কাউন্সিলর রোকসানা বেগম বক্তব্য প্রদান করেন।

আলোচনা সভায় বক্তরা বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠি নারী। তাই নারীদের পেছনে ফেলে দেশের উন্নয়ন সম্ভব নয়। এজন্য দরকার নারীদেরকে শিক্ষিত করে গড়ে তোলা। চাকরিসহ সকল ক্ষেত্রে কোটার ব্যবস্থা করেছে। এ সুযোগ বেশি দিন থাকবে না, এ জন্য নারীদের যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। দেশে বাল্যবিয়ে একটি বড় সমস্যা, এর ফলে নারী শিক্ষার হার কমে, নারী নির্যাতন, বহুবিবাহ, তালাক, মা ও শিশু মৃত্যের হার বৃদ্ধি পায়। ছেলে মেয়ে ভেদাভেদ না করে সমান সুযোগ দিয়ে নারীদের লেখাপড়া শিখিয়ে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান বক্তরা।

র‌্যালী ও আলোচনা সভায় নানান শ্রেণী-পেশার নারী-পুরুষ অংশ নেয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন