সৌদি আরব সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

fec-image

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বৃহস্পতিবার সৌদি আরব সফরে যাচ্ছেন।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এ খবর জানিয়েছে।

চলতি বছরের মার্চে ইসলামিক রিপাবলিক ইরানের সঙ্গে সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক পুনর্প্রতিষ্ঠিত হয়। এরপর জুনে প্রথম সফরে তেহরান যান সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। সেখানে ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।

২০১৬ সালে সৌদি আরব দেশটির শিয়া সম্প্রদায়ের একজন বিশিষ্ট ধর্মীয় নেতাকে ফাঁসি দেওয়ার পর দুই দেশের সম্পর্ক তলানিতে নেমে যায়।

চীনের মধ্যস্থতায় এক চুক্তির ভিত্তিতে ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনর্স্থাপন ও দূতাবাস চালু হওয়ার পর সামরিক অ্যাটাশে বিনিময় করতে সম্মত হল দুই দেশ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইরান, পররাষ্ট্রমন্ত্রী, সৌদি আরব
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন