লক্ষ্মীছড়িতে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন
স্টাফ রিপোর্টার:
খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় ২ দিনব্যাপি আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে র্যালি, আলোচনা সভা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শওকত ওসমান।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অংগ্য প্রু মারমা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আকবর আলি।
মঙ্গলবার সমাপনী দিনে স্টল পরিদর্শন, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও কৃতি শিক্ষার্থীদেরর মাঝে সনদ পত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. শাহাদাত হোসেন।