খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে বই পাঠ উৎসব অনুষ্ঠিত

fec-image

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে খাগড়াছড়ি জেলা পুলিশ ও পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে বই পাঠ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে এ বই পাঠ উৎসব অনুষ্ঠিত হয়।

এতে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শাহ আলমগীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুক্তা ধর।

এদিন বই পাঠ উৎসব প্রতিযোগিতায় খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের ৭০ জন শিক্ষার্থী অংশ নেন।

এ উপলক্ষ্যে অতিথিরা বলেন, বই পড়বে, বই কিনবে। বই কিনে দেওলিয়া হয় না। ইদানিংকালে আমরা লক্ষ্য করছি যে তরুণ প্রজন্মরা মোবাইল ফেসবুকে অবাধ বিচরণ। এ সকল বিষয় থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে সপ্তাহব্যাপী বই পাঠের উৎসব আয়োজনের মূল উদ্দেশ্য। এছাড়াও শিক্ষার্থীদের যেকোন ধরনের ঘটনার শিকার হলে পুলিশ সর্বোচ্চ আইনি সহায়তা প্রদানের আশ্বাস দেন।

অতিথিরা আরও বলেন, বই পড়লে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। যেমন গল্পের বইয়ের বিভিন্ন চরিত্র, ইতিহাস, পটভূমি, গল্পের উদ্দেশ্যসহ ধারাবাহিকভাবে রাখা উচিত। এ সমস্ত তথ্যভান্ডার আমাদের কাছে বোঝা মনে হলেও মস্তিষ্কের অসাধারণ ক্ষমতা রয়েছে সবকিছু মনে রাখার মতো। প্রতিটি বই মস্তিষ্কের নতুন স্মৃতি একটি নতুন জ্ঞান তৈরি করতে সক্ষম। এর ফলে বিদ্যমান স্মৃতিকে আরও শক্তিশালী করে এবং স্বল্পমেয়াদী স্মৃতিকে আরও উন্নত করে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দিন, খাগড়াছড়ি সদর থানার অফিসার্স ইনচার্জ তানভীর হাসান, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মো. জহিরুল ইসলাম, সহযোগী অধ্যাপক হাসু চাকমা, প্রভাষক রিয়াজুল হক সোহেল, সহকারী অধ্যাপক মোসা. শামীম আরা বেগম, বিশ্বসাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরি জেলা কর্মকর্তা আজিম উদ্দীনসহ কলেজের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, বই পাঠ উৎসব
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন