গাজায় শরণার্থী শিবিরে ফের ইসরাইলি হামলা, নিহত ৩১

fec-image

গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ফের হামলা চালিয়েছে বিশ্বের অবৈধ দখলদার রাষ্ট্র ইসরায়েল। এতে অন্তত ৩১ জন নিহত হয়েছেন ও আহত হয়েছেন আরও অনেকে। সোমবার (১৩ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যার এ হামলা চালায় সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল।

তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, জাবালিয়া শরণার্থী শিবিরে জাবালিয়া সার্ভিসেস ক্লাবের কাছে ঘনবসতিপূর্ণ এলাকায় ১২টি বাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি সেনারা।

অনেকদিন ধরেই ইসরায়েল গাজার ঘনবসতিপূর্ণ শরণার্থী শিবিরে হামলা চালিয়ে আসছে। তবে ইসরায়েলের দাবি, সশস্ত্র ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে তারা। যদিও ইসরায়েলি এ হামলায় নিহতদের বেশিরভাগ বেসামরিক।

গত এক মাসের বেশি সময় ধরে গাজার হাসপাতাল, মসজিদ, অ্যাম্বুলেন্স, গির্জাসহ সব স্থাপনাকে লক্ষ্য করেই হামলা চালিয়ে আসছে ইসরায়েল। বিশেষ করে, হাসপাতালগুলোর অবস্থা সবচেয়ে বেশি খারাপ।

অন্যদিকে, গাজার প্রধান হাসপাতাল আল-শিফার প্রবেশপথেই অবস্থান নিয়েছে ইসরায়েলি ট্যাংক। স্নাইপাররা বন্দুক তাক করে আছে হাসপাতালের দিকে। হাসপাতাল থেকে কেউ বের হলেই তাদের লক্ষ্য করে গুলি চালানো হচ্ছে।

এর আগে চলতি মাসের শুরুতে টানা তিন দিন জাবালিয়া শরণার্থী ক্যাম্পে হামলা চালায় ইসরায়েল। সেই হামলায় ১৯৫ জন নিহত এবং আরও ১২০ জন নিখোঁজ হয়েছেন। এছাড়া প্রায় একই সময়ে গাজা ভূখণ্ডের বুরেজ শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়েছিল ইসরায়েল। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছিলেন।

গাজায় ইসরায়েলি আগ্রাসনের ৩৮ দিন আজ। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, এখন পর্যন্ত ১১ হাজার ১৮০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে সাড়ে চার হাজারেরও বেশি শিশু ও তিন হাজারেরও বেশি নারী। হাসপাতালসহ বিভিন্ন স্থাপনায় সামরিক বাহিনীর নৃশংস হামলার মাধ্যমে মানবাধিকারের চরম লঙ্ঘন ও যুদ্ধাপরাধ অব্যাহত রেখেছে ইসরাইল।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইসরাইল, গাঁজা, নিহত
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন