থানচিতে শিশু বিবাহ প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন ও আলোচনা সভা

IMG02 copy

থানচি প্রতিনিধি:

‘১৮ আগের বিয়ে নয়, ২০এর আগের গর্ভধারণ নয়, আর নয় শিশু বিবাহ, আর নয় শিশু নির্যাতন,শিশু বিবাহ প্রতিরোধ করুন, শিশু বিবাহ প্রতিরোধে আইনে সহায়তা নিন’ এই শ্লোগান নিয়ে বুধবার সকাল ৯ ঘটিকায় থানছি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনের বান্দরবান সড়কে দাঁড়িয়ে সারিবদ্ধভাবে এক মানবন্ধন ও স্বাক্ষরতা ক্যাম্পেইন অনুষ্ঠিত।

স্বাক্ষরতা ক্যাম্পেইনে প্রথম স্বাক্ষর করে শুভ উদ্ভোধন করেন থানচি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সিরাজুল ইসলাম। বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস) উদ্যোগে একশন এইড বাংলাদেশ অর্থায়নের ওইএসআইএসএস প্রকল্পের আওতায় শিশু বিবাহ প্রতিরোধ বিষয়ক স্বাক্ষরতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পেই শেসে সভায় সদর ইউনিয়ন পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

বিএনকেএস এর ডিপুটি প্রোগ্রাম ম্যানেজার উবানু মারমা সভাপতিত্বে সভায় মহিলা ভাইস চেয়ারম্যান বকুলি মারমা প্রধান অতিথি, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সিরাজুল ইসলাম, বাংলাদেশ মানবাধিকার কমিশন থানছি উপজেলা শাখা সভাপতি মানবতাবাদী মংবোওয়াংচিং মারমা, সদর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য নুচিংপ্রু মারমা, ডলিচিং মারমা প্রমূখ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন